পথ কুকুরদের বাঁচাতে দিল্লিতে রাস্তায় নেমেছেন মানুষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সমস্ত পথ কুকুরকে রাখতে হবে শেল্টারে। কিন্তু সেই শেল্টার কতটা নিরাপদ? সেই প্রশ্ন উঠেছিল আগেই। এবার পর্ণশ্রীতে এক শেল্টারের অবস্থা আরও জোরালো করল প্রশ্নটাকে। কী রকম? পর্ণশ্রী সাগর রোডের একটি বাড়িতে কুকুর এবং বিড়ালের আশ্রয় কেন্দ্র চলছিল। বেশ কয়েকদিন ধরেই ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। গতকাল রাতে উদ্ধার হল একাধিক মৃত কুকুর এবং বেড়াল শাবকের দেহ। পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।