'সিবিআই এবং আমার আইনজীবী আদালতে যেতে না বলেছিল। আদালতে ঠিক কী হয়েছে, আমি জানি না। সিবিআই কখনও ডাকেনি আমায়। একবার-দুবার ঘরে এসেছিল। সিবিআই কোনও চেষ্টাই করেনি'। তদন্তে খুশি নন আরজি কর-কাণ্ডে নির্যাতিতা ডাক্তারের বাবা। বললেন,'শুধু সঞ্জয় রায় নয়, আরও ৪ জন পুরুষ ও একজন মহিলা ঘটনাস্থলে ছিল'।