অবৈধ বালি পাচার করতে গিয়ে বালি ভর্তি ট্রাক আটকে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসিরা l শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার দেলাং গ্রাম সংলগ্ন বড়দহী মৌজার কংসাবতী নদী গর্ভে l স্থানীয় বাসিন্দা দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই এলাকার নদী গর্ভ থেকে অবৈধ ভাবে বালি পাচার করছে বালি চোরা কারবারিরা। বিষয়টি একাধিক বার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি বাসিন্দাদের।