বালির জাল চালান বানিয়ে বেআইনী বালি কারবারের দায়ে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত দুর্গাপুরের কাঁকসার বনকাঠি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জাহানারা খাতুনের ছেলে তৃণমূল নেতা কিরণ শেখ। বেআইনীভাবে জাল সরকারী চালান বানিয়ে বিন্দাস বেআইনী বালির কারবার চালাচ্ছিল কিরণ শেখ, ফিরু খাদিম, ও ননী সাহা নামে তিনজন। দুর্গাপুরের কাঁকসার সিলামপুর বালি ঘাট থেকে অবৈধ এই চালান বানিয়ে বালির গাড়ি বের করে দিত এরা। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সিলামপুর বালি ঘাট থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে কিরণ শেখ তৃণমূল পরিচালিত কাঁকসার বনকাঠি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জাহানারা খাতুনের ছেলে, সূত্রমাফিক জানা গেছে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বক্সীর ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে।