ট্যাংরা হত্যাকাণ্ডে নয়া মোড়। নাবালকের সঙ্গে কথা বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্য। ওই নাবালক জানিয়েছে,'সে বুঝতে পেরেছে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। ওর গায়ের জোর থাকায় রুখে দাঁড়িয়েছিল। যোগ ব্যায়াম করায় অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারত। তাই কাকা বালিশ চাপা দেওয়ার পর সে নিঃশ্বাস ধরে রাখতে পেরেছিল। সে মরে গিয়েছিল বলে ভেবেছিল কাকা'।