যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল তৃণমূল কাউন্সিলর তারক গুহকে। ১১ বছর আগে পিটিয়ে খুনের মামলায় দোষী সাব্যস্ত ৫ জন। সেই ৫ জনের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারক গুহও। ২০১৪ সালে পিটিয়ে খুনের ঘটনায় সাজা দিল ব্যারাকপুর আদালত। অভিযুক্ত বাকি তিনজনকে বেকসুর খালাস করেছে আদালত। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজন বেকসুর খালাস পেয়েছেন ২ জন এখনও পলাতক। ২০১৪ সালে ২৫ সেপ্টেম্বরের ঘটনা। পানিহাটিতে শম্ভু সরকার নামে পিটিয়ে খুন করা হয়। অভিযোগের কাঠগড়ায় তোলা হয় ১০ জনকে।