বর্তমানে Digital India র যুগে নগদে লেনদেনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। Scan করে অনেক ক্ষেত্রেই পেমেন্ট করতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বাজারে গেলেও একই অবস্থা। Cash ক্যারি করার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এই Digital Transfer র ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে, তেমনই ঝুঁকির সম্ভাবনা প্রবল। একটু এধার ওধার হলেই পুরো ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। আর এই Digital Payment র যুগে কিন্তু Hacker ও ওত পেতে বসে রয়েছে বোকা বানানোর জন্য। এরকমই একটি ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে একটি মেয়ের কাছে অচেনা নাম্বার থেকে একটি ফোন আসে।