স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করল পেট্রাপোল থানার পুলিশ। গত ৩ তারিখ সকালে পেট্টাপোল থানার জয়ন্তীপুর এলাকার এক কলা বাগানের মধ্যে থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার দাদা শফিকুল মালিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী সামিউল মোল্লাকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল। বিচারক তার ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।