বিক্রির করতে যাওয়ার পথে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি ৭ এমএম পিস্তল, একটি পাইপগান, সাতটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড কার্তুজ। পুলিশ সুত্রে খবর, ধৃত যুবকের নাম সফিকুল ইসলাম (২৪)। বাড়ি মালদার কালিয়াচক থানার কাঠালবাড়ি গ্রামে। এদিন গোপন সুত্রে খবর পেয়ে রাজনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। ঠিক সেই সময় ধৃত সফিকুল ইসলামকে ব্যাগ হাতে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। পরে তাকে পুলিশ আটক করে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে এক ব্যাগ আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই যুবক অস্ত্র কারবারি। কোথায় অস্ত্র-গুলি নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।