Advertisement

দেশ

Guru Nanak Jayanti 2020: গুরু নানক জয়ন্তীতে উপচে পড়া ভিড়, আলোর সাজে 'স্বর্গীয়' স্বর্ণমন্দির, দেখুন ছবিতে

Aajtak Bangla
  • 30 Nov 2020,
  • Updated 4:47 PM IST
  • 1/7

কার্তিক মাসের পূর্ণিমার দিনে গুরু নানকের জন্ম হয়েছিল। প্রতিবছর এই দিনটি নানক জয়ন্তী হিসেবে পালিত হয়। শিখ সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব নানক জয়ন্তী। এটি গুরু পর্ব অথবা প্রকাশোৎসব নামেও পরিচিত। 
 

  • 2/7

১৪৬৯ সালে তালবন্ডী নামক স্থানে গুরু নানক জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত ও নানকানা সাহিব হিসেবে পরিচিত।
 

  • 3/7

গুরু নানকের ৫৫১-তম জন্মবার্ষিকীকে আলোর সাজে সেজেছে অমৃতসরের স্বর্ণ মন্দির।

  • 4/7

গুরু নানকের জন্মজয়ন্তীর ঠান্ডা উপেক্ষা করেই সকালে স্বর্ণমন্দির সংগলগ্ন জলাশয়ে পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা। 

  • 5/7

 স্বর্ণমন্দিরের সরোবরে স্নান করে গুরু নানকের কাছে প্রার্থনা করেন শিখ ধর্মাবলম্বীরা। 

  • 6/7


করোনা কালের মধ্যেই সকাল থেকেই গুরুদ্বোয়ারায় পুণ্যার্থীদের ভিড় ছিল। অনেক জায়গাতেই শিকেয় উঠেছিল সামাজিক দূরত্বের বিধি।

  • 7/7


নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে অমৃতসরের স্বর্ণ মন্দির ছাড়াও অগুণতি ভক্ত সমাগম হয় অন্যান্য গুরুদোয়ারাতেও।

Advertisement
Advertisement