যুমনার গ্রাসে দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। যমুনা বইছে বিপদসীমার উপর দিয়ে। ভয়াবহ বন্যা দিল্লিতে। সব ছবি সৌজন্য: PTI
এবার যমুনার জল ছুঁতে চলল বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলকেও। আশঙ্কা তৈরি হচ্ছে, তাজমহলকেও কি গ্রাস করবে যমুনা?
গত ৪৫ বছরে এই প্রথম তাজমহলের পাঁচিল ছুঁয়ে ফেলল যমুনা নদী। আগ্রায় যমুনা ৪৯৫ ফুট ছুঁয়েছে জলস্তর।
আগ্রা পুরসভার কমিশনার অঙ্কিত খান্ডেলওয়ালের কথায়, 'গত ৩ দিন ধরে জলস্তর বাড়ছেই। যেখানেই জলস্তর বিপদসীমা পার করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।'
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-এর বক্তব্য, হেরিটেজ সাইটের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই আপাতত।
যদিও তাজমহল চত্বরে ইতিমহাদ-উদ-দৌলা সমাধিস্থল ও দশেরা ঘাট ডুবে গিয়েছে।
UNESCO হেরিটেজ সাইটের সপ্তম শতকের বাগানও প্লাবিত। যদিও কর্তৃপক্ষের দাবি, তাজমহলের বেসমেন্টে জল পৌঁছয়নি।
রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ সহ একাধিক মনুমেন্টে বন্যার জল ঢুকেছে।
তাজমহলের রাস্তা জলের তলায়। কারণ পার্শ্ববর্তী নর্দমা ছাপিয়ে গিয়েছে।
ইতিমধ্যে লালকেল্লার পাঁচিলও ছুঁয়ে ফেলেছে যমুনার জল। যমুনার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ১ লক্ষ টাকা কর আর্থিক সাহায্য ঘোষণা করেছে দিল্লি সরকার।