Advertisement

Chhattisgarh: ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর, এনকাউন্টারে খতম ১২ মাওবাদী

বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী নিকেশ হয়েছে। রাজ্যের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন যে দক্ষিণ বিজাপুরের জঙ্গলে সকাল ৯টা নাগাদ এনকাউন্টারটি হয়।

 ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর, এনকাউন্টারে খতম ১২ মাওবাদী ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর, এনকাউন্টারে খতম ১২ মাওবাদী
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 8:39 PM IST
  • চলতি মাসে এখনও পর্যন্ত রাজ্যে বিভিন্ন এনকাউন্টারে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে
  • গত বছর, নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ২১৯ জন মাওবাদীকে নিকেশ করেছিল

বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী নিকেশ হয়েছে। রাজ্যের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন যে দক্ষিণ বিজাপুরের জঙ্গলে সকাল ৯টা নাগাদ এনকাউন্টারটি হয়। নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিল। রাত পর্যন্ত উভয় পক্ষ থেকেই দফায় দফায় গোলাগুলি চলে। ওই আধিকারিক বলেছেন যে রাজ্য পুলিশের তিনটি জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কোবরার পাঁচটি ব্যাটালিয়ন এই অভিযানে অংশ নিয়েছিল।

অফিসার বলেছেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী এনকাউন্টারে ১২ জন মাওবাদী নিহত হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে, তাই বিস্তারিত তথ্য পরে জানানো হবে।' তিনি আরও জানান যে এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনও ক্ষতি হয়নি।

চলতি মাসে এখনও পর্যন্ত রাজ্যে বিভিন্ন এনকাউন্টারে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। ১২ জানুয়ারি বিজাপুর জেলার মাদদেদ থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এনকাউন্টারে দুই মহিলা সহ পাঁচজন মাওবাদী নিহত হয়। গত বছর, নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ২১৯ জন মাওবাদীকে নিকেশ করেছিল। এনকাউন্টার সাইট থেকে এসএলআর এবং অনেক অস্ত্র উদ্ধার করা হয়। এই অপারেশনে সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া তিনটি জেলার ডিআরজি, কোবরার ২০৫, ২০৬, ২০৮, ২১০ এবং ২২৯ ব্যাটালিয়ন জড়িত ছিল।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement