Advertisement

Saudi Bus Crash : সৌদি আরবে বাস দুর্ঘটনায় মৃত একই পরিবারের ১৮ সদস্য, নিশ্চিহ্ন তিন প্রজন্ম

নিহতদের পরিবারের এক সদস্য বলেন, 'শেখ নাসিরুদ্দিন, তাঁর স্ত্রী, হায়দরাবাদের মুসিরাবাদের আক্তার বেগমও একই বাসে ছিলেন। তাঁদের সঙ্গেই ছিলেন তাঁদের ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন। কয়েক সপ্তাহ ধরে তাঁরা এই যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা খুব খুশি ছিলেন। আজ সেই বাড়িতে শোক বিরাজ করছে।' 

Photo ItgPhoto Itg
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 9:27 PM IST
  • সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে
  • তাঁদের মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য। ওই পরিবারের এক সদস্যের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। খবরে প্রকাশ, একই পরিবারের তিন প্রজন্ম শেষ হয়ে গিয়েছে দুর্ঘটনায়। 

স্থানীয় সময় রবিবার গভীর রাতের এই ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের বেশিরভাগজনই হায়দরাবাদের বাসিন্দা। বাসটির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

নিহতদের পরিবারের এক সদস্য বলেন, 'শেখ নাসিরুদ্দিন, তাঁর স্ত্রী, হায়দরাবাদের মুসিরাবাদের আক্তার বেগমও একই বাসে ছিলেন। তাঁদের সঙ্গেই ছিলেন তাঁদের ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন। কয়েক সপ্তাহ ধরে তাঁরা এই যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা খুব খুশি ছিলেন। আজ সেই বাড়িতে শোক বিরাজ করছে।' 

নিহতের বাড়ির এক চাচাতো ভাই মোহাম্মদ আসলাম কাঁদতে কাঁদতে বলেন, 'আমাদের ১৮ জন সবাই মারা গেছেন। আমরা সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। দোষীদের শাস্তি দেওয়া উচিত।' 

এই মর্মান্তিক ঘটনায় আর একটি পরিবার বিধ্বস্ত। মৃতদের নাম সাবিহা বেগম, তাঁর ছেলে ইরফান, পুত্রবধূ হুমাইরা এবং তাঁদের দুই ছোট সন্তান, হামদান এবং ইজান। আত্মীয়স্বজনরা জানান, 'ওই বাড়ির বাচ্চারা প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছিল। সবাই খুব খুশি ছিল। কিন্তু কী থেকে কী হয়ে গেল!' 

তেলেঙ্গানা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান গোলাম আফজাল বিয়াবানি এই বিষয়ে জানান, বেসরকারি অপারেটরদের উপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। তবে তিনি পরিবারগুলিকে সব সাহায্য করতে রাজি। তিনি আরও বলেন, 'এটি একটি অত্যন্ত কঠিন সময়। আমরা সম্পূর্ণ তথ্য এবং সহায়তা প্রদান করব।' 

দুর্ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে জানিয়েছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি৷ তিনি জানান, রিয়াধে ভারতীয় দূতাবাসের উপ-রাষ্ট্রদূত আবু মেথান জর্জের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ জর্জ জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।    
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement