Advertisement

ভারতে ঢুকছিল, তার আগেই পুঞ্চে ২ পাকিস্তানি জঙ্গিকে খতম করল সেনা

সোমবার পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত মূল পরিকল্পনাকারী ও তার দুই সহযোগীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। শ্রীনগর লাগোয়া জঙ্গলে লুকিয়ে ছিল তারা। সোমবারের অভিযানে নিহতদের মধ্যে রয়েছে সুলেমান ওরফে আসিফ।

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বাহিনী, পুঞ্চে ২ পাকিস্তানি জঙ্গি খতমঅনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বাহিনী, পুঞ্চে ২ পাকিস্তানি জঙ্গি খতম
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 30 Jul 2025,
  • अपडेटेड 9:27 AM IST
  • অনুপ্রবেশের চেষ্টা করার সময় দুই জঙ্গিকে গুলি করে মারে ভারতীয় সেনা
  • অভিযান এখনও চলছে

আবারও জম্মু ও কাশ্মীরে জঙ্গি নিকেশ। বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে দুই পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি টের পেয়েই অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। পুঞ্চের দেঘোয়ার সেক্টরে বর্তমানে একটি বিশাল তল্লাশি অভিযান চলছে। সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় দুই জঙ্গিকে গুলি করে মারে ভারতীয় সেনা। অভিযান এখনও চলছে। অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।

সোমবার পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত মূল পরিকল্পনাকারী ও তার দুই সহযোগীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। শ্রীনগর লাগোয়া জঙ্গলে লুকিয়ে ছিল তারা। সোমবারের অভিযানে নিহতদের মধ্যে রয়েছে সুলেমান ওরফে আসিফ। যে পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারী বলে জানা গিয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হয়। তাদের মধ্য়ে বেশিরভাগই পর্যটক ছিলেন। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরেই সোমবার  অপারেশন মহাদেব শুরু করে সেনাবাহিনী। কর্মকর্তাদের মতে, সোমবার সকাল ১১.৩০ টার দিকে ২৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৪ প্যারা ইউনিটের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল প্রথম এই জঙ্গিদের গতিবিধি শনাক্ত করে। জুলাইয়ের গোড়ায় সেনার হাতে কিছু সন্দেহজনক রেডিও মেসেজও আসে। এরপর ১৪ দিন ধরে লস্কর ও জইশ জঙ্গি গোষ্ঠীর একটি যৌথ টিমের উপর নজর রাখা হয়। ২২ এপ্রিলের হামলার সময় যে চিনা রেডিও কমিউনিকেশন ডিভাইস অ্যাকটিভ ছিল, সেটি ফের গত দু’দিন আগে চালু করা হয়েছিল। আর সেই সূত্র ধরেই সেনা জঙ্গিদের অবস্থান ধরে ফেলেন গোয়েন্দারা। আর তারপরেই অতর্কিতে আধুনিক কৌশলে হামলা চালানো হয়। বিশাল সাফল্য পায় ভারতীয় সেনাবাহিনী।

শ্রীনগরের সংঘর্ষে নিহত অপর দুই সন্ত্রাসবাদীর নাম জিবরান। সে গত বছরের সোনামার্গ টানেলে হামলার সঙ্গে জড়িত ছিল। আরেকজনের নাম হামজা আফগানি। ঘটনাস্থল থেকে একটি এম৪ কার্বাইন রাইফেল, দুটি একে রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

নিহত জঙ্গিদের মৃতদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জঙ্গিদের শেষকৃত্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে সম্পন্ন করা হবে। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে ২৮ জুলাই অপারেশন মহাদেবে ৩ জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। নিহত ৩ জনই পাকিস্তানি। তিনি পহেলগাঁও হামলার স্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ, জঙ্গিদের কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র এমনকি জঙ্গিদের কাছে থাকা পাকিস্তানি চকোলেটের মাধ্যমে প্রমাণ পেশ করেন। এর পাশাপাশি ৩ জঙ্গির মধ্যে ২ জনের পাকিস্তানের ভোটার পরিচয়পত্রও মিলেছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Read more!
Advertisement
Advertisement