জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ২ জওয়ান নিহত হয়েছেন। চলছে অপারেশন আখাল। শনিবার সকালে এনকাউন্টারে ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরও ২ জন জওয়ান। এই অভিযানে মোট ১০ জন জওয়ান জখম হয়েছেন।
জানা গিয়েছে, নিহত জওয়ানরা হলেন ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও হামিন্দর সিং। এই এনকাউন্টারে ৫ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। গত ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই অভিযান। সেনা সূত্রে খবর, অন্তত ৩ জঙ্গি ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
কিছু দিন আগে, অপারেশন মহাদেবে পহেলগাঁওয়ে হামলাকারী ৩ জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের মধ্যে ২ জঙ্গির ছবি প্রকাশ করা হয়। ইন্ডিয়া টুডে এই ছবি প্রকাশ করেছে। নিহত ২ জঙ্গিই পাকিস্তানি। শ্রীনগরের কাছে সেনা-পুলিশের যৌথ অভিযানে তাদের নিকেশ করা হয়েছে।
নিহত ৩ জঙ্গির মধ্যে হাবিব তাহির ও জিবরান পহেলগাঁও হামলায় জড়িত ছিল। তাদের অপারেশন মহাদেবে খতম করা হয়েছে। ওই ২ জঙ্গির ছবি ইন্ডিয়া টুডের হাতে এসেছে। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার কমান্ডার হাসিম মুসাকেও খতম করা হয়েছে। পহেলগাঁও হামলার অন্যতম প্রধান চক্রী ছিল সে। সূত্রের খবর, তাঁবুর মধ্যে ঘুমোচ্ছিল জঙ্গিরা, সেই সময়ই তাদের ধরা হয়। এনকাউন্টার পূর্বপরিকল্পিত ছিল না। পহেলগাঁওয়ে হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই এই অভিযানে নিকেশ করা হয়েছে। লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'বৈসরন উপত্যকায় পরিবারের সামনে ধর্মীয় পরিচয় জেনে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে...সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে হামলায় যুক্ত ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।'