Advertisement

Telangana Accident: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু-মিছিল তেলঙ্গানায়, বাড়ছে লাশের সংখ্যা

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা। যার জেরে মৃত অন্তত ২০। জখম বহু। দুর্ঘটনাটি ঘটে তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা থানার খানাপুর গেটের কাছে। যতদূর খবর, এ দিন সকালে বিপজ্জনকর গতিতে চলা একটি ট্রাক রাস্তার ভুল দিক দিয়ে যাওয়ার সময় তেলঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে ধাক্কা মারে। ওই বাসে ছিলেন ৭০জন যাত্রী। আর এই দুর্ঘটনাতেই প্রাণ হারান অন্ততপক্ষে ২০ জন।

তেলঙ্গানায় দুর্ঘটনাতেলঙ্গানায় দুর্ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 12:06 PM IST
  • ফের ভয়াবহ বাস দুর্ঘটনা
  • যার জেরে মৃত অন্তত ২০
  • দুর্ঘটনাটি ঘটে তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা থানার খানাপুর গেটের কাছে

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা। যার জেরে মৃত অন্তত ২০। জখম বহু। দুর্ঘটনাটি ঘটে তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা থানার খানাপুর গেটের কাছে।

যতদূর খবর, এ দিন সকালে বিপজ্জনক গতিতে চলা একটি ট্রাক রাস্তার ভুল দিক দিয়ে যাওয়ার সময় তেলঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে ধাক্কা মারে। ওই বাসে ছিলেন ৭০ জন যাত্রী। আর এই দুর্ঘটনাতেই প্রাণ হারান অন্ততপক্ষে ২০ জন।

এই দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে সঙ্গে সঙ্গেই প্রাণ হারান অনেক যাত্রী। শুধু তাই নয়, এই দুর্ঘটনার পর দুটি বাহনের ধ্বংসাবশেষ রাস্তা জুড়ে ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে স্থানীয়রাই প্রথমে ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করে বলেই জানা গিয়েছে।

দ্রুত শুরু হয়ে যায় উদ্ধারকাজ

এই দুর্ঘটনা ঘটার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়ে যায় বলে খবর। সেখানে পৌঁছে যায় রেসপন্স টিম। তাঁরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে। গুরুতরভাবে জখমদের চাভেলা, হায়দরাবাদের ওসমানিয়া এবং গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালগুলিতে আহতদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর হাসপাতাল সূত্রেই জানা যাচ্ছে, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক। 

পুলিশ কী জানিয়েছে?

পুলিশের পক্ষ থেকে এক আধিকারিক জানান, 'রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা থানার খানাপুর গেটের কাছে একটি টিজিএসআরটিসি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বিশদ বিবরণ এখনও জানা যায়নি। এই ঘটনাটি আজ সকালে ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং আরও বিশদ বিবরণ পরে দেওয়া হবে।'

মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি অবিলম্বে ত্রাণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও এবং ডিজিপি শিবধর রেড্ডিকে ব্যক্তিগতভাবে উদ্ধার ও চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বলেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি এই সমস্যাকে হেলথ এমার্জেন্স হিসাবে দেখতেও বলেছেন।

Advertisement

প্রধানমন্ত্রী কী বলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement