অসম থেকে বাংলাদেশে পুশব্যাক ২১ জন বাংলাদেশিকে। গত কয়েক মাসে অসম থেকে প্রায় ৪০০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাছানো হয়। গত দু'সপ্তাহে পুলিশ শ্রীভূমি জেলা থেকে ৫৮ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। অসমে বসবাসকারী অনুপ্রবেশকারীদের পুশব্যাক অব্যাহত থাকবে বলে জানায় সরকার।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেন, নিরাপত্তা বাহিনী শ্রীভূমি জেলা থেকে ২১ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে প্রতিবেশী দেশে ফেরত পাঠিয়েছে। এক্স পোস্টে লেখেন, "মধ্যরাতে স্বাধীনতা? আক্ষরিক অর্থেই! আজ মধ্যরাতে, ২১ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী যারা অসৎ উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল, তাদের শ্রীভূমি সীমান্ত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে তারা থাকে।"
তিনি দাবি করেন, রাজ্য সরকার অনুপ্রবেশমুক্ত অসমের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে বিএসএফ উত্তর-পূর্বে ১৮৮৫ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। অসম পুলিশও সীমান্তে হাই অ্যালার্ট রয়েছে, যাতে কোনও ব্যক্তি রাজ্যে অবৈধভাবে প্রবেশ করতে না পারে।