ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৪ জন ট্রান্সজেন্ডার। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে ইন্দোরে। জানা গিয়েছে, সাংবাদিক পরিচয় দিয়ে ২ ব্যক্তি ইন্দোরে এক ট্রান্সজেন্ডারকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এহেন পদক্ষেপ কমিউনিটির বাকি সদস্যদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ একটি ঘরে নিজেদের বন্ধ করে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং মেডিক্যাল টিম। দ্রুত সকলকে মহারাজা যশঅন্ত্র হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার ডা: বসন্ত কুমার নিঙ্গওয়াল বলেন, 'আমাদের হাসপাতালেই ট্রান্সজেন্ডার কমিউনিটির ২৪ জনকে ভর্তি করা হয়েছে। তাঁরা ফিনাইল খেয়ে ফেলেছিলেন গত বুধবার রাতে। তবে সকলেই এখন স্থিতিশীল। কারও অবস্থাই গুরুতর নয়।'
পুলিশ জানিয়েছেন, সাংবাদিক পরিচয় দিয়ে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই পঙ্কজ এবং অক্ষয় নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ধৃত ২ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। ট্রান্সজেন্ডার কমিউনিটির সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়ে তাদের খবর সংগ্রহ করার প্রয়োজন বলে জানায় তারা। তবে আচমকাই এক ট্রান্সজেন্ডার মহিলার থেকে টাকা চেয়ে হুমকি দিতে শুরু করে। মিডিয়াতে প্রকাশ্যে তাঁকে হেনস্থা করারও হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ। তৃতীয় লিঙ্গের ওই মহিলা অস্বীকার করায় তাঁকে টেনে হিঁচড়ে নিকটবর্তী একটি ফাঁকা বিল্ডিংয়ে নিয়ে গিয় যৌন হেনস্থা করা হয়।
নির্যাতিতা পুলিশি বয়ানে বলেন, '২ জন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে টাকা চায়, হুমকি দেয়। আমি অস্বীকার করায় পঙ্কজ আমায় একটি ফাঁকা বিল্ডিং টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমার সঙ্গে যৌন হেনস্থা করে।'
এই অভিযোগের ভিত্তিতে পধানিনাথ পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্তে নামে। ইতিমধ্যেই FIR দায়ের করে ২ অভিযুক্তের খোঁজ চলছে। দ্রুত গ্রেফতারির আশ্বাস দিয়েছে পুলিশ।