Advertisement

Operation Akhal: 'অপারেশন আখাল', জম্মু ও কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করল বাহিনী

আখালের জঙ্গলে কয়েকজন জঙ্গির গতিবিধি সম্পর্কে গোয়েন্দা সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে নামে।

'অপারেশন আখাল', আরও ৩ জঙ্গিকে খতম জম্মু ও কাশ্মীরে'অপারেশন আখাল', আরও ৩ জঙ্গিকে খতম জম্মু ও কাশ্মীরে
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 3:33 PM IST
  • এর আগে নিরাপত্তা বাহিনী অপারেশন মহাদেব চালিয়েছে
  • সেই অপারেশনে তিন পাকিস্তানি টিআরএফ জঙ্গিকে নিকেশ করা হয়

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখালে নিরাপত্তা বাহিনীর গুলিকে তিন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুক্রবার রাতে অপারেশন আখাল শুরু করে নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিরা নিষিদ্ধ লস্কর-ই-তইবার (এলইটি) এর একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর সঙ্গে যুক্ত। এই জঙ্গিরা পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত বলেও বাহিনী জানিয়েছে।

আখালের জঙ্গলে কয়েকজন জঙ্গির গতিবিধি সম্পর্কে গোয়েন্দা সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে নামে। অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন আখাল। তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপরে গুলি চালাতে শুর করে। এরপরেই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা লড়াই চলার পরে শনিবার এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। কর্মকর্তারা জানিয়েছেন যে শ্রীনগরের কাছে দাচিগাম জাতীয় উদ্যানের ভিতরে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে মনে করা হচ্ছে।

এর আগে নিরাপত্তা বাহিনী অপারেশন মহাদেব চালিয়েছে। সেই অপারেশনে তিন পাকিস্তানি টিআরএফ জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের মধ্যে শীর্ষ লস্কর কমান্ডার সুলেমান শাহ, ওরফে মুসা ফৌজি ছিল পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী। তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৭টি গ্রেনেড, একটি M4 কার্বাইন এবং দুটি AK-47 রাইফেল।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement