Advertisement

ISIS Terrorists : ভোটের মধ্যেই আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪ ISIS জঙ্গি

লোকসভা ভোটের মধ্য়েই গ্রেফতার ৪ ISIS জঙ্গি। সোমবার গুজরাতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওই জঙ্গিদের গ্রেফতার করে ATS। সূত্রের দাবি, ওই চারজনই শ্রীলঙ্কার নাগরিক।

ISIS Arrested
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 20 May 2024,
  • अपडेटेड 5:08 PM IST
  • লোকসভা ভোটের মধ্য়েই গ্রেফতার ৪ ISIS জঙ্গি
  • সোমবার গুজরাতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওই জঙ্গিদের গ্রেফতার করে ATS

লোকসভা ভোটের মধ্য়েই গ্রেফতার ৪ ISIS জঙ্গি। সোমবার গুজরাতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওই জঙ্গিদের গ্রেফতার করে ATS। সূত্রের দাবি, ওই চারজনই শ্রীলঙ্কার নাগরিক। তারা শ্রীলঙ্কা থেকে এসে চেন্নাই পৌঁছয়। তারপর বিমানে আসে আহমেদাবাদে। তবে আগাম খবর পেয়ে ওত পেতে ছিলেন ATS আধিকারিকরা। তাদের কাছ থেকে পাকিস্তানের অস্ত্রও উদ্ধার হয়েছে।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুজরাতের ডিজিপি সাংবাদিক সম্মেলন করে ওই ৪ জঙ্গি ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। সূত্রের দাবি, চেন্নাই থেকে আহমেদাবাদে পৌঁছানোর পর চার জঙ্গি পাকিস্তানি হ্যান্ডলারের বার্তার জন্য অপেক্ষা করছিল। আহমেদাবাদ থেকে তাদের টার্গেট লোকেশনে পৌঁছাতে হয়েছিল। তাদের লক্ষ্য ছিল সেখান থেকে অস্ত্র নিয়ে আসা। তবে তার আগেই সবাইকে গ্রেফতার করে ATS। 

শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার হওয়া জঙ্গিদের এখন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জঙ্গিরা পাকিস্তানি হ্যান্ডলারের সিগন্যালের অপেক্ষায় ছিল। সূত্রের দাবি, আইএসআইএস ভারতকে ফের ব্য়বহার করছে বিভিন্ন কাজে, আজকের ঘটনা তা ফের প্রমাণ করল। 

বিশেষজ্ঞদের দাবি, আইএসআইএস ভারতে পা রাখার চেষ্টা করছে। সেই কারণেই তাদের এদেশে তৎপরতা জোরদার হয়েছে। এর আগে এমন অনেক ঘটনাও প্রকাশ্যে এসেছে যেগুলোতে আইএসআইএসের যোগের প্রমাণ পাওয়া গেছে। অনেক সন্দেহভাজন এবং আইএসআইএস সন্ত্রাসীদেরও গ্রেফতার করা হয়েছে। 

আইএসআইএসের ভারতের প্রধানকে গত মার্চ মাসেই গ্রেফতার করা হয়েছিল। তার বাড়ি অসমে। আইএসআইএসের ভারতীয় প্রধান ও তার এক সহযোগী বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। দুজনকেই আসামের ধুবরি জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ২ ব্যক্তি আইএসআইএস-এর একাধিক দায়িত্বে ছিল। তারা ভারত থেকে টাকা তুলে পাঠাানোর কাজও করত। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement