ভারতে বেআইনি ভাবে বসবাসের অভিযোগে আরও ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ৫ জন বাংলাদেশি জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেছিলেন। আর কয়েক দিন বাদেই স্বাধীনতা দিবস। তার আগে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই আবহে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বেআইনি ভাবে ভারতে এসেছেন। ভাষা বিতর্কের আবহে ফের বাংলাদেশি গ্রেফতারের ঘটনা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতরা ৩-৪ মাস আগে ভারতে আসেন এবং শ্রমিকের কাজ করতেন। প্রত্যেকেরই বয়স ২০-২৫ বছরের মধ্যে।
সম্প্রতি দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে বেআইনি ভাবে থাকার অভিযোগে বাংলাদেশিদের ধরপাকড় চলছে। এর আগে, দিল্লিতে বেশ কয়েক জন বাংলাদেশিকে পাকড়াও করা হয়েছিল।
কিছু দিন আগে, দিল্লির অশোক বিহার এলাকা থেকে ১৮ জন বেআইনি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন ৫ রূপান্তরকামী। তাঁদের কাছ থেকে নিষিদ্ধ আইএমও অ্যাপ সহ সাতটি স্মার্ট ফোনও উদ্ধার করা হয়। ফোনগুলি থেকে বাংলাদেশে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।
পাঁচদিন আগেই দিল্লিতে আটক হয় ৪ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ-পশ্চিম জেলা অপারেশন সেলের টিম তাঁদের আটক করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁরা ভারতে অবৈধভাবে থাকছিলেন। বছরের পর বছর তাঁরা দিল্লির হোটেলে থাকতেন বলে জানা যায়। এর আগে, দিল্লি পুলিশ কয়েক বছর ধরে বেআইনি ভাবে বসবাস করা ৬৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।মে মাসের শেষেই ১২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের সকলেই প্রায় তিন বছর এ দেশে ছিলেন।