
অষ্টম পে কমিশনের শর্তাবলিতে (Terms of Reference) অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এতে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন সংশোধন করা হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, অষ্টম বেতন প্যানেল ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানুয়ারিতে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর ভাতা সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেয়। মঙ্গলবার মন্ত্রিসভার ব্রিফিংয়ে ঘোষণা করে অশ্বিনী বৈষ্ণব বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার এবং যৌথ পরামর্শদাতা সংস্থার কর্মীদের সঙ্গে পরামর্শের পর শর্তাবলী (ToR) চূড়ান্ত করা হয়েছে।
জুলাই মাসে সরকার সংসদে জানিয়েছিল তারা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ, পাশাপাশি রাজ্যগুলি সহ প্রধান অংশীদারদের কাছ থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের বিষয়ে মতামত চেয়েছে।
কবে থেকে সংশোধিত বেতন মিলবে?
কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সংশোধিত বেতন স্কেল কবে থেকে বাস্তবায়িত হবে জানতে চাওয়া হয়। এর উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, "অষ্টম সিপিসির দ্বারা সুপারিশগুলি তৈরি হওয়ার পরে এবং সরকারের দ্বারা গৃহীত হওয়ার পরে" বাস্তবায়ন করা শুরু হবে।
কমিশন কোন কোন বিষয় বিবেচনা করবে?