
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে, হরিয়ানার কৈথালে নাকি মাত্র ৯ বছরের এক শিশুকন্যা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। সেই সঙ্গে ভাইরাল হয়েছে একটি ভিডিও ও ছবি, যেখানে এক নাবালিকাকে কোলে নবজাতক নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, ওই ঘটনায় বক্তব্য রাখতে দেখা যাচ্ছে কৈথালের সিটি থানার দায়িত্বে থাকা এক মহিলা পুলিশ আধিকারিককেও।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক বিভ্রান্তি ছড়ালেও, এবার পুরো বিষয়টিকে ভুয়ো ও ভিত্তিহীন বলে স্পষ্ট করল কৈথাল পুলিশ। কৈথাল পুলিশের ডিএসপি ললিত কুমার এক সরকারি বিবৃতিতে জানান, এই ধরনের কোনও ঘটনা আদৌ কৈথালে ঘটেনি। ভাইরাল হওয়া ভিডিওতে যে মহিলা পুলিশ আধিকারিককে কথা বলতে শোনা যাচ্ছে, তাঁর বক্তব্যটি আসলে এক বছরেরও বেশি পুরনো। সেটি একটি নারী সুরক্ষা বিষয়ক সেমিনারে দেওয়া বক্তৃতা, যার সঙ্গে বর্তমান ভাইরাল ছবি বা ঘটনার কোনও সম্পর্ক নেই।
ডিএসপি ললিত কুমার বলেন, 'কৈথাল জেলার কোনও থানায় ৯ বছরের শিশুর সন্তান জন্ম দেওয়ার মতো কোনও মামলা নথিভুক্ত নেই। সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।'
পুলিশ জানিয়েছে, ভাইরাল করা ভিডিও ও ছবিগুলি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক বা ভুল ধারণা তৈরি করে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনও সংবেদনশীল ভিডিও বা খবর দেখলেই তা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করুন। শুধুমাত্র সরকারি বা বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই ভরসা করা উচিত। ভাইরাল কনটেন্টের দৌড়ে সত্য যাচাই না করলে যেমন গুজব ছড়ায়, তেমনই সমাজে অকারণ আতঙ্ক ও বিভ্রান্তিও তৈরি হয়, এই বার্তাই স্পষ্টভাবে দিতে চেয়েছে কৈথাল পুলিশ।