‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।’ একথাই জানানো হল তুরস্কের তরফে। গত একদিনে তিনবার কেঁপেছে তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়া। মঙ্গলবার সকালে ফের কেঁপে উঠল তুরস্ক। মধ্য তুরস্কে ৫.৯ মাত্রার আবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সরকারি পরিসংখ্যান বলছে, ভূমিকম্পে অন্তত ৪,৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে সোমবারই বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন দিল্লিতে তুরস্কের হাইকমিশন অফিসে গিয়ে শোকপ্রকাশ করেন। তুরস্কের পাশে দাঁড়াতে সোমবারই বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০০ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিকিৎসক, ওষুধ, উদ্ধারকারী কুকুর–সহ বিশাল দলকে তুরস্কে পাঠানো হয়েছে। বিপুল পরিমাণ ত্রাণও পাঠানো হয়েছে।
আরও পড়ুন-খোঁজ মিলল আতসুর, তুরস্কে ধ্বংসস্তূপে উদ্ধার তারকা ফুটবলার
গতকালই তুরস্কের ভূমিকম্পে এতজনের মৃত্যুতে সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ভারত থেকে এনডিআরএফ-র ১০০ জন সদস্যের একটি দল পাঠানো হয় উদ্ধারকাজের জন্য। এর পাশাপাশি ত্রাণও পাঠানো হয়েছে ভারতের তরফে। এবার ভারতের এই উদারতার জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক। এর পাশাপাশি ভারতকে বন্ধু আখ্যা দিলেন ভারতের তুরস্কের দূত ফিরাট সুনেল।
নয়া দিল্লিকে ধন্যবাদ জানিয়ে ফিরাট বলেছেন, “দরকারে একজন বন্ধুই হল প্রকৃত বন্ধু।” টুইটারে সুনেল লেখেন, ” তুর্কি ও হিন্দিতে খুব সাধারণ একটি শব্দ হল ‘দোস্ত’… আমাদের তুর্কিতে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, দোস্ত কারা গুন্ডে বেল্লি ওলুর (প্রয়োজনে পাশে থাকা বন্ধুই প্রকৃত বন্ধু)। ভারতকে অনেক ধন্যবাদ।”
গতকালই ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ভারত থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও।
আরও পড়ুন-৩৬ ঘণ্টায় ১০৯টি আফটারশক, তুরস্ক-সিরিয়ায় আর্তনাদ