বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, এই রিভিশনে গ্রহণযোগ্য হবে না ভোটারদের আধার কার্ড। চর্চা শুরু হতেই ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) CEO ভুবনেশ কুমার সাফ জানিয়ে দিলেন, আধার কার্ড কখনওই প্রাথমিক পরিচয়পত্র হিসেবে বিবেচিত হত না।
স্ক্যানার অ্যাপ
ইন্ডিয়া টুডে-কে এক্সক্লুসিভলি তিনি জানিয়েছেন, জাল আধার কার্ডের রমরমা কারবার ধ্বংস করতে UIDAI কোমর বেঁধে নেমেছে। একটি QR কোডের মাধ্যমে অন্তর্নির্মিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রতিটি আধার কার্ডে। এমনটাই জানাচ্ছেন ভুবনেশ কুমার। তাঁর বক্তব্য, 'নতুন করে ইস্যু হওয়া প্রতিটি আধার কার্ডে রয়েছে QR কোড। UIDAI এই আধার QR কোড স্ক্যান করার জন্য একটি স্ক্যানার অ্যাপও তৈরি করেছে।'
জানা গিয়েছে, এই পদ্ধতির সাহায্য আধার কার্ডের যাবতীয় তথ্য QR কোডের সঙ্গে মিলিয়ে দেখা যাবে। ভুয়ো আধার কার্ড হলে তা স্ক্যানিংয়ের সময়েই সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ভুবনেশ কুমার আরও জানান, অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুয়ো ছবি এবং নাম দিয়ে ফটোশপ করে জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে। এই স্ক্যানিংয়ে সহজেই তা ধরা পড়বে।
নতুন অ্যাপে কী কী সুবিধা?
UIDAI কর্তা আরও জানান, নতুন আধার অ্যাপ খুব শীঘ্রই চালু হতে চলেছে। এই মুহূর্তে সেটি ফাইনাল স্টেজে রয়েছে। CEO-র কথায়, 'ইতিমধ্যেই ডেমো প্রস্তুত হয়ে গিয়েছে। কাজ চলছে এবং সংস্থার অন্দরে শেয়ার করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই ডিজিটাল পদ্ধতিতে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তবে অবশ্যই আধার নম্বর হোল্ডারের সম্মতিতে।'
নতুন অ্যাপ তৈরি হয়ে গেলে কোনও ব্যক্তিকে আর পিজিক্যাল কপি দিতে হবে না আধার কার্ডের। মাস্ক ফরম্যাটেও কোনও ব্যক্তিকে নিজের ছবি শেয়ার করার অপশন দেবে এই নয়া অ্যাপ।
বিহারে ভোটার তালিকা ইস্যু
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে SIR 'স্মুথলি' কার্যকর করা হয়েছ। তৃণমূল স্তর থেকে এই পদ্ধতি কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। নির্দেশিকায় কোনও পরিবর্তন নেই বলেই জানিয়েছে তারা। জুন মাসের ২৪ তারিখে দেওয়া কমিশনের নির্দেশিকায় অনুযায়ী বিহারের ৮ কোটি ভোটার যুক্ত তালিকা রিভিশন করা হবে জুলাই মাসের ২৫ তারিখের মধ্যে। অযোগ্য ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দিতে এবং যোগ্য ব্যক্তিরা যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই রিভিশন প্রক্রিয়া বলে জানিয়েছে কমিশন।
তবে বিধানসভা নির্বাচন পর্যন্ত এই রিভিশন প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানিয়েছেন RJD নেতা তেজস্বী যাদব। আধার এবং মনরেগা জব কার্ডের পরিচয়পত্র গ্রহণ না হওয়ায় ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি বিহারের বিরোধী দলনেতার। তিনি বলেন, 'এটা অদ্ভূত, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক হওয়া সত্ত্বেও বায়োমেট্রিক ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড গ্রাহ্য করছে না কমিশন। ২০০৩ সালে যখন গোটা দেশের ভোটার তালিকা রিভিশন করা হয়েছিল তাহলে এখন কেন তা কেবল বিহারেই করা হচ্ছে? বিধানসভা নির্বাচন পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত করে দেওয়া উচিত।'
ইলেকশন কমিশনের নোটিফিকেশন অনুযায়ী, SIR-এর জন্য বৈধ ১১টি পরিচয়পত্র হল, সরকারি কর্মীদের পেনশন কার্ড, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে প্রকাশ করা সরকারি সার্টিফিকেট, জন্ম সংশাপত্র, পাসপোর্ট, জাতি সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতার সংশাপত্র, বাড়ির ঠিকানার প্রমাণ, NRC ডকুমেন্ট, পরিবার, জমি ও বাড়ির রেজিস্ট্রি সার্টিফিকেট। এই তালিকায় নেই আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। যা নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই।