Advertisement

আর 'গালি' দিলেই দেওয়া যাবে না SC/ST অ্যাক্টের মামলা, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

আদালতের তরফে জানানো হয়েছে, শুধু অশালীন শব্দ বা দুর্ব্যবহার করলেই এসসি এসটি আইনের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, অভিযুক্তের উদ্দেশ্য যদি স্পষ্টভাবে জাতিগত অপমান না করা হয়, তাহলে ওই আইনে মামলা টেকসই হয় না।

'গালি' দিলেই দেওয়া যাবে না SC/ST অ্যাক্ট, উদ্দেশ্য বোঝা জরুরি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের'গালি' দিলেই দেওয়া যাবে না SC/ST অ্যাক্ট, উদ্দেশ্য বোঝা জরুরি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 7:18 PM IST
  • এসসি, এসটি আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
  • শুধু অশালীন শব্দ বা দুর্ব্যবহার করলেই এসসি এসটি আইনের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে না।
  • সুপ্রিম কোর্টের এই রায় কেন গুরুত্বপূর্ণ?

এসসি, এসটি আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে, শুধু অশালীন শব্দ বা দুর্ব্যবহার করলেই এসসি এসটি আইনের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, অভিযুক্তের উদ্দেশ্য যদি স্পষ্টভাবে জাতিগত অপমান না করা হয়, তাহলে ওই আইনে মামলা টেকসই হয় না।

কোন মামলা সম্পর্কে এই রায় দিল আদালত?

সুপ্রিম কোর্ট বিহারের কেশব মাহাতোর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার রায় দিতে গিয়ে আদালত একথা জানিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিনি তফসিলি জাতিভুক্ত এক ব্যক্তিকে গালাগালি করেছিলেন।

তবে আদালত জানিয়েছে, FIR বা চার্জশিটে কোথাও বলা হয়নি যে অভিযুক্ত ওই ব্যক্তিকে SC/ST হওয়ার জন্যই গালাগালি করেছিলেন। ফলে SC/ST আইনের প্রযোজ্যতা এখানে দাঁড়ায় না।

বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আলোক আরাধে-র বেঞ্চ SC/ST আইনের ধারা 3(1)(r) ব্যাখ্যা করে জানিয়েছে, এই ধারায় কাউকে দোষী সাব্যস্ত করতে হলে দুটি শর্ত একসঙ্গে পূরণ হওয়া আবশ্যক। সেগুলি হল - (১) অভিযোগকারী অবশ্যই তফসিলি জাতি বা তফসিলি উপজাতিভুক্ত। (২) অভিযুক্তের অপমান বা হুমকি বিশেষভাবে অভিযোগকারীর জাতিগত পরিচয়ের ভিত্তিতে হতে হবে।

উল্লেখ্য, পাটনা হাই কোর্টের ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত কেশব মাহাতো। এর আগে হাইকোর্ট ট্রায়াল কোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয় নি। অর্থাৎ হাইকোর্টে বজায় ছিল ট্রায়াল কোর্টের সিদ্ধান্তই। 

কেন এই রায় গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞরা বলছেন, এরফলে SC/ST আইন অপব্যবহার রোধে একটি জোরালো দৃষ্টান্ত তৈরি হল। ফলে অনেক নিরাপরাধ ব্যক্তি অহেতুক মামলার হাত থেকে রেহাই পাবেন।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement