গুজরাতের পঞ্চমহল জেলায় অবস্থিত বিখ্যাত পাওয়াগঢ় শক্তিপীঠে শনিবার বিকেলে ঘটে গেল বড় দুর্ঘটনা। মন্দির প্রাঙ্গণে একটি কার্গো রোপওয়ে হঠাৎ ভেঙে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন দুজন লিফটম্যান, দুজন শ্রমিক এবং আরও দুজন ভক্ত।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎই রোপওয়ের দড়ি ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের ভিড়ে ব্যস্ত এই ধর্মীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসন জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পঞ্চমহল জেলাশাসক ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গুজরাটের অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শনের জন্য আসেন। এমন একটি জায়গায় রোপওয়ে ভেঙে পড়ার মতো ঘটনা শুধু নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁকই তুলে ধরছে না, ভক্তদের মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে।