একের পর এক রাজনৈতির দল বিহার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। তালিকায় রয়েছে মৈথিলি ঠাকুর, কেশরীলাল যাদবের মতো তারকা মুখও। এর মাঝেই প্রকাশ্যে এসেছে অভিনেতা মনোজ বাজপেয়ীর একটি ভিডিও। যেখানে তাঁকে RJD-র হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। তবে কি এবার লালুর দল টিকিট দিচ্ছে 'মুম্বই কা ডন ভিকু মাথ্রে'-কে?
উল্লেখ্য, অভিনেতা মনোজ বাজপেয়ী নিজেও বিহারেরই বাসিন্দা। ফলে ভোটমুখী এই রাজ্যে প্রচুর ফ্যান রয়েছেন 'ফ্যামিলি ম্যান'-এর। তবে কি মনোজকে যোগদান করিয়ে চমক দিতে চলেছে RJD?
রাজনীতিতে হাতেখড়ি নিয়ে কী বললেন মনোজ?
'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী স্পষ্ট ভাবে জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই। এক্স পোস্টে অভিনেতা বলেন, 'যে ভিডিও ছড়ানো হচ্ছে, তা ভুয়ো অ্যামাজন প্রাইমের জন্য তৈরি করা একটি অন্য ভিডিওকে এডিট করে এমনটা করা হয়েছে। আমার সকলের কাছে অনুরোধ, এই ধরনের বিকৃত বিষয় ছড়ানো বন্ধ করুন। মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না।'
প্রসঙ্গত, তেজস্বী যাদবের পেজ থেকে মনোজ বাজপেয়ীর এই এডিটেড ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই পোস্ট শেয়ারও করেছিলেন অভিনেতা। কিন্তু এতক্ষণে সেই ভিডিওটি ভুয়ো বুঝতে পেরে তেজস্বী নিজের প্রোফাইল থেকে তা সরিয়ে ফেলেছেন।
লালুর সঙ্গে সাক্ষাৎ
২০২২ সালে অভিনেতা মনোজ বাজপেয়ী যখন RJD-র সভাপতি লালু প্রসাদ যাদবের বাসভবনে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন, তখন থেকেই বিহারের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছিল অভিনেতাকে ঘিরে। সেই বছরই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন। তেজস্বী যাদব সে সময়ে পটনায় নিজের বাসভবনে এই সাক্ষাতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। একটি ছবিতে দেখা গিয়েছিল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা লালু প্রসাদকে অভিবাদন জানাচ্ছেন।
লালুর সঙ্গে সাক্ষাতের পর যখন মনোজ বাজপেয়ীর রাজনৈতিক ইচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছিল, তখনও স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি কখনও রাজনীতিতে যোগ দেবেন না। অভিনেতা বলেন, 'গতবার যখন বিহারে গিয়েছিলাম, তখন RJD প্রধান লালু প্রসাদ ও তাঁর ছেলে তেজস্বী যাদবের সঙ্গে দেখা হয়েছিল। তারপর থেকেই সবাই অনুমান করতে শুরু করেন যে আমি রাজনীতিতে যোগ দেব। আমি ২০০% নিশ্চিত, আমি কখনও তা করব না। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।'
সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বলিউড অভিনেতা তাঁদের ব্যক্তিত্ব ও প্রচার-অধিকার (personality and publicity rights) রক্ষার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন। উদাহরণস্বরূপ, হৃতিক রোশন তাঁর ছবি ও ব্যক্তিত্বের অবৈধ বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে আইনগত সুরক্ষা অর্জন করেছেন। একইভাবে করণ জোহর, সুনীল শেট্টি, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন ও অক্ষয় কুমারও নিজেদের জনসম্মুখে উপস্থাপনের অধিকার রক্ষায় উদ্যোগ নিয়েছেন।