Advertisement

Vijay Rally Stampede: সুপারস্টার বিজয়ের সভায় হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩১, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা।বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 10:40 PM IST
  • তামিল সুপারস্টার বিজয়ের সভায় হুড়োহুড়ি।
  • তদন্তের নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর।

তামিল অভিনেতা বিজয়ের নতুন দল তামিলাগা ভেটরি কাজাগমের (TVK) জনসভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে বেশ বহু কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন শিশুও জখম হয়েছে। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

তামিলনাড়ুতে নতুন দল তৈরি করে রাজ্যজুড়ে প্রচারে নেমেছেন অভিনেতা বিজয়। তাঁর জনসভায় প্রচুর ভিড়ও হচ্ছে। শনিবার করুরের জনসভায় ভাষণ দিচ্ছিলেন বিজয়। সেই সময় আচমকাই দর্শকদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ভাষণ থামিয়ে কর্মীদের হাতে জলের বোতল তুলে দেন বিজয়। অ্যাম্বুল্যান্সের পথ ছেড়ে দেওয়ার আর্জিও জানান। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে বলে জানা গিয়েছে।

ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন,'তামিলনাড়ুর করুরে রাজনৈতিক জনসভায় দুর্ভাগ্যজনক ঘটনায় শোকাহত। প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'।

আরও পড়ুন

কীভাবে বিশৃঙ্খলা?

জানা গিয়েছে, বিজয়ের জনসভায় এসেছিলেন লক্ষাধিক মানুষ। এর মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করতে গিয়েই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। বেশ কয়েকজন হন্তদন্ত হয়ে ওই শিশুকে খুঁজতে থাকে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিভিকে প্রধান বিজয়কে বলতে শোনা যায়,'পুলিশ দয়া করে সাহায্য করুন'।  

তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পদপিষ্টের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেই সঙ্গে তদন্তের নির্দেশও দিয়েছেন। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি জানান,'আমি নির্দেশ দিয়েছি, ভিড়ের মধ্যে আটকে থাকা এবং অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হোক। সুচিকিৎসা দেওয়ার বন্দোবস্তও করতে বলেছি।। প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজি, মন্ত্রী সুব্রহ্মণ্যম এমএ এবং জেলাশাসকের সঙ্গেও কথা বলেছি। পাশের জেলা তিরুচিরাপল্লির মন্ত্রী আনবিল মহেশকে যত দ্রুত সম্ভব সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।  এডিজিপির সঙ্গেও কথা বলেছি যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি, পুলিশের এবং চিকিৎসকদের সহযোগিতা করুন'।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement