বাংলাদেশ পালানোর সময় মুম্বই বিমানবন্দরে গ্রেফতার করা হল পর্নস্টার রিয়া বারদের বাবা অরবিন্দ বারদেকে।শুক্রবার এই খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল রিয়াকে। রিয়া আদতে বাংলাদেশের নাগরিক। ভারতে বেআইনি ভাবে থাকত রিয়া। ভারতে থাকার জন্য রিয়ার ভারতীয় পাসপোর্ট তৈরি করতে সাহায্য করেছি তার সৎ বাবা অরবিন্দ।
রিয়াকে গ্রেফতারের পর একের পর তথ্য প্রকাশ্যে আসে। বলি অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার অ্যাডাল্ট ফিল্ম প্রোডাকশনে কাজ করেছে রিয়া। জাল নথি নিয়ে ভারতে থাকার অভিযোগে গত বছর থানের উলহাসনগর থেকে গ্রেফতার করা হয়েছিল রিয়াকে। তার আসল নাম বান্না শেখ বলে পরে জানতে পারে পুলিশ। বাংলাদেশ থেকে এসে রিয়া পরিচয় দিয়ে থাকছিল তিনি।
রিয়ার গ্রেফতারের পর পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে, রিয়ার মা রুবি শেখ, বোন মণি শেখ এবং ভাই রিয়াজ শেখ। মা, ভাই-বোনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে বান্না ওরফে রিয়া। তদন্তকারীরা জানিয়েছিলেন, ভারতে আসার পর মুম্বইয়ে চলে যায় তিনি। বান্না হয়ে যায় রিয়া। রুবি শেখ হন অঞ্জলি বারদে, বোন মণি শেখ হন ঋতু বারদে এবং ভাই রিয়াজের নাম পাল্টে রাখা হয় রবীন্দ্র বারদে। তাদের নামে পাসপোর্ট, ভোটার কার্ড এমনকী, আধার কার্ডও রয়েছে।
অতীতে রিয়াকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তবে সে সময় রিয়ার আসল পরিচয়ের নাগাল পায়নি পুলিশ। গত বছর রিয়ার এক বন্ধু পুলিশের কাছে অভিযোগ করেন। তারপরেই পর্দাফাঁস হয় রিয়ার। গ্রেফতার করা হয় তাকে।