
India Afghanistan Business Deal: আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নূরুদ্দিন আজিজি ছয় দিনের ভারত সফরে এসে সোমবার ভারতীয় শিল্প সংস্থাগুলোর সামনে বড় বিনিয়োগ আহ্বান রাখলেন। তিনি জানান, আফগানিস্তান বিভিন্ন নতুন খাতে ভারতীয় বিনিয়োগ দেখতে চায়।
অ্যাসোচেম আয়োজিত একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে আজিজি বলেন, বিশেষ করে গোল্ড মাইনিং বা সোনার খনন ক্ষেত্রে ভারতের বড় সুযোগ রয়েছে। তাঁর বক্তব্য, এই খাতে বিনিয়োগ করলে কোম্পানিগুলোকে পাঁচ বছর পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হবে। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে আফগানিস্তান-ভারত বাণিজ্যে বেশ কিছু বাধা তৈরি হচ্ছে। এ অবস্থায় ভারতীয় কোম্পানিগুলোকে সরাসরি আফগানিস্তানে বিনিয়োগে উৎসাহিত করতে চাইছে তাঁদের সরকার।
আজিজির বক্তব্য, ভারতীয় সংস্থাগুলি যদি আফগানিস্তানে বিনিয়োগের লক্ষ্যে মেশিনারি আমদানি করে, তবে সেই যন্ত্রপাতির ওপর মাত্র ১ শতাংশ শুল্ক ধার্য করা হবে। এতে বিনিয়োগ আরও সহজ ও সাশ্রয়ী হবে। তিনি বলেন, আফগানিস্তানে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং প্রতিযোগীও তুলনামূলকভাবে কম। ফলে ভারতীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি অনন্য সুযোগ। বিনিয়োগকারীদের জন্য সরকার ট্যারিফ সুবিধা দেবে এবং প্রয়োজনে জমিও বরাদ্দ করা হবে। গোল্ড মাইনিং প্রসঙ্গে আজিজি স্পষ্ট করে বলেন, এই খাতে প্রযুক্তিসমৃদ্ধ এবং পেশাদার কোম্পানির প্রয়োজন। তবে তিনি শর্ত দেন, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ কাজ অবশ্যই দেশের ভেতরেই হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি হয়।
ভারত-আফগানিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজ করতে ভারতীয় পক্ষকে কয়েকটি “ছোট কিন্তু গুরুত্বপূর্ণ” বাধা দূর করারও অনুরোধ জানান মন্ত্রী। তিনি উদাহরণ হিসেবে ভিসা সমস্যা, এয়ার করিডর এবং ব্যাংকিং লেনদেন-এর কথা উল্লেখ করেন। আজিজি বলেন, এই বিষয়গুলি সমাধান করা গেলে দুই দেশের বিনিয়োগ এবং বাণিজ্য, দুটোই বহুগুণ বাড়বে। তাঁর কথায়, “আমরা ভারত-অফগানিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। এখন সময় এসেছে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার দিকে এগোনোর।”