বেড়ানোর আনন্দ এক লহমায় বিষাদ-আতঙ্কে পরিণত হয়েছে। ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে কাশ্মীরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পর্যটন শিল্পের উপর নির্ভরশীল সেই কাশ্মীরেই মঙ্গলবার ঘটে গিয়েছে হাড়হিম করা জঙ্গি হামলা। নিহত হয়েছেন ২৮ জন। সেই ঘটনার পর পরই একরাশ আতঙ্ক গ্রাস করেছে বাকি পর্যটকদের। জঙ্গি হামলার পর কাটরা অনেকটাই পর্যটকহীন। বহু মানুষই তড়িঘড়ি কাটরা ছাড়ছেন। আগামী দিনে যাঁদের কাটরা যাওয়ার পরিকল্পনা ছিল, তাঁরা বুকিং বাতিল করছেন। প্রভাব পড়তে পারে অমরনাথ যাত্রায়।
এই প্রসঙ্গে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ ওয়াজির জানিয়েছেন, এখনও পর্যন্ত হোটেলের ২০ থেকে ২৫টি বুকিং বাতিল করা হয়েছে। জঙ্গি হামলার প্রভাব পড়তে পারে অমরনাথ যাত্রাতেও। যদিও অমরনাথ যাত্রা শুরু হতে এখনও ২ মাস বাকি।
পর্যটকরা চলে গেলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে কাশ্মীরের পর্যটন ব্যবসা। মার্চ-এপ্রিল কাশ্মীর ভ্রমণের অন্যতম সেরা সময়। এই সময় প্রতি বছরই পর্যটকদের ভিড়ে গমগম করে উপত্যকা। এমন সময়েই পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় অনেকেই আতঙ্কে।
কাশ্মীর ভ্রমণের সময় বহু পর্যটকই কাটরাতে বৈষ্ণো দেবীর দর্শনে যান। তারপরে কাশ্মীর রওনা দেন। কিন্তু হামলার পর কাটরা ছাড়ছেন পর্যটকরা।
অমরনাথ যাত্রায় অনেক ঘোড়সওয়ারির কাজ করেন। হামলার পর তাঁরাও আতঙ্কে। তাঁরা এবার অমরনাথ যাত্রায় অংশ নেবেন কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন।