Advertisement

Agenda Aaj Tak 2022: দেশের তিন বাহিনীর একই পদমর্যাদা, বড় বদলের ইঙ্গিত নৌ সেনা প্রধানের

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy Chief Admiral R Hari Kumar) আজ অ্যাজেন্ডা আজতকে (Agenda Aaj Tak 2022) উপস্থিত হয়েছিলেন। বলেছেন, ২০৪৭ সালে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ (Fully Self-Sufficient) হয়ে যবে।

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 10 Dec 2022,
  • अपडेटेड 3:13 PM IST
  • বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আরও বেশি তৈরি হবে
  • কয়েক মাসের মধ্যেই এই প্রস্তাব সরকারের কাছে যাবে

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy Chief Admiral R Hari Kumar) আজ অ্যাজেন্ডা আজতকে (Agenda Aaj Tak 2022) উপস্থিত হয়েছিলেন। বলেছেন, ২০৪৭ সালে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ (Fully Self-Sufficient) হয়ে যবে। নৌবাহিনী ও ব্যবসায়িক বিষয় নিয়ে তিনি বলেন, 'এনিয়ে সবসময় আলোচনা হয়। ভারতীয় নৌবাহিনী ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে সম্পূর্ণ সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাহিনী যদি দেশীয় অস্ত্র এবং সরঞ্জাম কেনে তবে আমরা একটি বড় অবদান রাখব। ২০৪৭ সালে আমরা স্বাধীনতার ১০০ বছর উদযাপন করব। নৌবাহিনীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তখন দেশকে উন্নত দেশ বলা হবে। তখন নৌবাহিনী সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।'

অ্যাডমিরাল বলেন, 'ততদিনে আমাদের জাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফট, নেটওয়ার্ক, সুইচ সব দেশেই তৈরি হয়ে যাবে। নৌবাহিনী দীর্ঘদিন ধরে দেশীয় সরঞ্জামের পথেই হাঁটছে।' হরি কুমার বলেন, 'আমরা কিছু পদমর্যাদা বাদ দিতে চাই। আমরা চায় যে তিন বাহিনীর পদমর্যাদা একই হওয়া উচিত। এ নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, আমাদের এখানে এরকম অনেক র‌্যাঙ্ক আছে, যেগুলি ভাল লাগে না। তাদের পরিবর্তন করার প্রয়োজন আছে। একটি ছোট পেটি অফিসারের মত। তাদের কিছু ভাল নাম দেওয়া দরকার। পুরনো নিয়ম বদলানো দরকার। আমরা মনে করি যে একটি সাধারণ ট্রাই সার্ভিস র‌্যাঙ্ক হওয়া উচিত।'

নৌসেনা প্রধান বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য আমাদের দাসত্বের মানসিকতা থেকে বের করে আনা। সেই কারণেই আইএনএস বিক্রান্তের কমিশনিংয়ের দিন নৌবাহিনীর একটি নতুন পতাকা নিয়ে আসা হয়েছে। নৌবাহিনী বহু শতাব্দী ধরে গড়ে উঠেছে। আমরা এখনও পর্যন্ত সেই সময়ের অনেক কাজের চর্চা করছি। এ ধরনের কাজের একটি তালিকা তৈরি করা হচ্ছে। কারণ এখন তাদের কোনও মূল্য নেই। পুরনো নিয়ম বদলানো দরকার।'

Advertisement

সমুদ্রে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি কী? এ বিষয়ে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার বলেন, 'আমাদের সামুদ্রিক ইতিহাস আছে। আমাদের তিন দিকেই সাগর। ঐতিহাসিকভাবে আমরা কারো না কারো উপর নির্ভরশীল রয়েছি। মৌর্য, গুপ্ত ও চোল সাম্রাজ্য এই বিষয়টিকে তুলে ধরে। ব্যবসা, সংস্কৃতি তিনটি রাজ্যেই অগ্রসর হয়। চোল সাম্রাজ্যের সময় সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি পায়। সব শক্তিশালী দেশেরই সামুদ্রিক শক্তি, নৌশক্তি এবং সমুদ্র বাণিজ্য অপরিহার্য। বাণিজ্যের ৯০ শতাংশই হয় সমুদ্রপথে। সামুদ্রিক পরিবহন সবচেয়ে মসৃণ। সমুদ্রপথে পরিবহন সহজ।'

বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আরও বেশি হবে

নৌবাহিনী প্রধান বলেন, 'বিমানবাহী ক্যারিয়ার তৈরির সঙ্গে অনেক শিল্প জড়িত। আমরা বিমানবাহী ক্যারিয়ার গড়ার কথা ভাবছিলাম। আমরা একটি বড় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার গড়ার কথা ভাবছিলাম কিন্তু এখন আইএসি-১-এর মতো আরেকটি অর্ডার দেওয়ার কথা আমাদের মাথায় এসেছে। যা আরও আধুনিক। কারণ এখন আমরা দ্রুত এই কাজটি করতে পারব। অনেক ভাল করতে পারবে। আমরা কয়েক মাসের মধ্যে এই প্রস্তাব সরকারের কাছে নিয়ে যাব।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement