Advertisement

Agenda Aaj Tak 2024 Revanth Reddy: 'পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার...' , অল্লুর গ্রেফতারি নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

'এখানে মানুষের প্রাণ গিয়েছে। এরপরও যদি আমরা মামলা না করি, বলা হবে সিনেমা অভিনেতাদের জন্য নতুন সংবিধান তৈরি হয়েছে'। বললেন  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।

রেভান্থ রেড্ডি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 9:27 PM IST
  • শুক্রবার সকালে অল্লু অর্জুনকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ।
  • পুলিশ নিজের কাজ করেছে বলে জানালেন রেভান্থ।

অল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে তেলেঙ্গানার পুলিশ। 'অ্যাজেন্ডা আজতক'-এর মঞ্চে এ নিয়ে জবাব দিলেন  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। তিনি বলেন,'এ দেশে সলমন খান থেকে সঞ্জয় দত্ত- সবাইকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রীর জন্যও সংবিধান একই। বাবা সাহেব যে সংবিধান লিখেছেন, তাতে সকলের সমান আইনি অধিকার রয়েছে'। 

'পুষ্পা ২'-এর টিকিট ৩০০ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন রেভান্থ। তাঁর কথায়,'বেনিফিট শোয়ে ১৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। পুলিশকে না জানিয়ে অল্লু অর্জুন বেনিফিট শোয়ে পৌঁছন। সেখানে কোনও ব্যবস্থা ছিল না। হাতাহাতি হয়। প্রাণ হারান এক মহিলা। তাঁর ছেলে ১৩ দিন ধরে জীবন-মরণ লড়াই করছেন। এ জন্য পুলিশ থিয়েটারের লোকজন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজনকে আটক করে। ১০ দিন পর অল্লু অর্জুনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়'।
 
তিনি যোগ করেন,'এখানে মানুষের প্রাণ গিয়েছে। এরপরও যদি আমরা মামলা না করি, বলা হবে সিনেমার অভিনেতাদের জন্য নতুন সংবিধান তৈরি হয়েছে। সাধারণ লোক হলে একদিনের মধ্যেই তাঁদের জেলে যেতে হতো। দোষীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব- সে চলচ্চিত্র তারকা হোক বা নেতা। এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত নয়'।

নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল পুলিশ। এই প্রসঙ্গে রেভান্থ রেড্ডি বলেন, 'অল্লু অর্জুন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে ফিরে আসেননি। বরং গাড়ির উপরে উঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। জনতার উন্মাদনা নিয়ন্ত্রণ হারায়। একজন মহিলা প্রাণ হারিয়েছেন। দায়ী কে? তাঁর পরিবারের কাছে কে জবাব দেবে? তাঁর ছেলে জীবন-মৃত্যুর যুদ্ধে লড়ছে'।

তিনি আরও বলেন,'এটা ওঁর (অল্লু অর্জুন) নিজের ছবি। শুটিংয়ে অনেকবার দেখেছেন। চাইলে স্টুডিওতে স্পেশাল শো দেখতে পারতেন। আপনি যখন সাধারণ মানুষের মাঝে যাচ্ছেন, তার আগে পুলিশকে জানাতে হবে। মুখ্যমন্ত্রী হয়েও কাউকে কিছু না জানিয়ে এখানে চলে আসলে অঘটনের দায় কে নেবে? তখন পুলিশ মামলা দায়ের করবে'। 

Advertisement

অল্লুর পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। বলেন,'ওঁ আমার আত্মীয়। আমি ছোটবেলা থেকেই চিনি। এটা ভিত্তিহীন যে আমি ওঁকে সম্মান করি না। ওঁর শ্বশুর চন্দ্রশেখর রেড্ডিও আমার আত্মীয়। চিরঞ্জীবী কংগ্রেস নেতা। তিনি কংগ্রেস পরিবারের সদস্য। গ্রেফতার করা পুলিশের কাজ। তারা সেই কাজ করেছে। পুলিশ আমাকে রিপোর্টও দিয়েছিল'।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement