Advertisement

Agenda Aajtak 2024: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে কি মমতাই যোগ্য? স্পষ্ট করলেন অখিলেশ

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেত্রী করার দাবি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। শনিবার অ্যাজেন্ডা আজতকের মঞ্চে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই নিয়ে মুখ খুললেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে রুখেছে সপা। এই প্রেক্ষিতে অখিলেশ কি বিরোধী জোটের দাবিদার নন? এই প্রসঙ্গে অখিলেশের সাফ কথা, 'বিজেপিকে যিনি হারাবেন, আমরা তাঁর সঙ্গেই আছি।'

অখিলেশ যাদব।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Dec 2024,
  • अपडेटेड 5:22 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেত্রী করার দাবি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।
  • অখিলেশ যাদব এই নিয়ে মুখ খুললেন।
  • অ্য়াজেন্ডা আজতকের মঞ্চে অখিলেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেত্রী করার দাবি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। শনিবার অ্যাজেন্ডা আজতকের মঞ্চে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই নিয়ে মুখ খুললেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে রুখেছে সপা। এই প্রেক্ষিতে অখিলেশ কি বিরোধী জোটের দাবিদার নন? এই প্রসঙ্গে অখিলেশের সাফ কথা, 'বিজেপিকে যিনি হারাবেন, আমরা তাঁর সঙ্গেই আছি।'

এই প্রসঙ্গে অখিলেশ আরও বলেছেন, 'নেতৃত্ব নিয়ে কোনও বিরোধ নেই...এখন আমি বলতে পারব না, কার নাম বলব। কারণ এটা জোটের অভ্যন্তরীণ বিষয়। এখন আমি উত্তরপ্রদেশকেই ফোকাস করতে চাই। আমি মনে করি, আমি বড় নেতা নই যে গোটা দেশের দায়িত্ব নিতে পারব। আমি উত্তরপ্রদেশের হয়ে কাজ করি শুধু।'

সম্প্রতি, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ও পশ্চিমবঙ্গে ৬টি উপনির্বাচনে তৃণমূলের সাফল্যের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের কয়েক জন নেতা দাবি তোলেন যে, মমতার হাতেই ইন্ডিয়ার নেতৃত্ব তুলে দেওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডিয়া সম্পর্কে মমতা বলেন, 'আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম।' তাঁর আরও সংযোজন, 'আমি তো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি না। যাঁরা নেতৃত্বে, তাঁদের দেখা উচিত।' এরপরেই নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি...যদিও আমি তা চাই না...কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।' বাংলার মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর পরই শুধু তৃণমূলের নেতারাই নন, লালুপ্রসাদ-সহ অন্য বিজেপি বিরোধী নেতারাও মমতাকে সমর্থন জানিয়েছেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement