Advertisement

Air India: মদ্যপ সহযাত্রী চড় মাড়ল এয়ার ইন্ডিয়ার অফিসারকে, ফের বিমানে বিপত্তি

ফের একবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হট্টগোল করার ঘটনা সামনে এসেছে। ব্যাপারটা সিডনি-দিল্লি ফ্লাইটের। অভিযুক্তরা প্রথমে তোলপাড় সৃষ্টি করে, তারপর এয়ারলাইন অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। ঘটনাটি ৯ জুলাই। এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তকে নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Jul 2023,
  • अपडेटेड 9:59 AM IST
  • ফের একবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হট্টগোল করার ঘটনা সামনে এসেছে।
  • ব্যাপারটা সিডনি-দিল্লি ফ্লাইটের।

ফের একবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হট্টগোল করার ঘটনা সামনে এসেছে। ব্যাপারটা সিডনি-দিল্লি ফ্লাইটের। অভিযুক্তরা প্রথমে তোলপাড় সৃষ্টি করে, তারপর এয়ারলাইন অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। ঘটনাটি ৯ জুলাই। এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তকে নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গিয়েছে, এবারও মাঝআকাশে মত্ত ছিলেন ওই যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল ফ্লাইটটি। সেখানেই এই কাণ্ডটি ঘটে। অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। মাঝআকাশেই তাঁর কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে। তিনিও সিডনিতে একটি কাজ এরেই দেশে ফিরছিলেন। যদিও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে ঘটনার কথা ডিজিসিএ-কে জানানো হয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দীপ বর্মা এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাই সেখানেই একটি কাজ সেরে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তাঁর সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাঁধে। এক কথা, দু কথা হতে হতেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই সন্দীপ বর্মাকে কষিয়ে থাপ্পড় মারেন। তারপর তাঁর মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ওই কর্তা আর কথা না বাড়িয়ে বিমানের অন্য দিকে চলে যান।

কিন্তু মহিলা এয়ার হোস্টেসরা যাত্রীকে কিছুতেই সামলাতে পারছিলেন না। শেষে বিজনেস ক্লাস থেকে কয়েকজন পুরুষ  কেবিন ক্রুকে ডেকে আনা হয়। তাঁরাই বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন ওই অভিযুক্ত ব্যক্তিকে। এরপর বিমান দিল্লিতে নামতেই ওই যুবককে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে অবশ্য তিনি লিখিতভাবে ক্ষমা চান। তবে ডিজিসিএ-কে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়াও তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
 

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement