Advertisement

Air India Plane Crash: ভেঙে পড়া বিমানে গুজরাতের প্রাক্তন CM ছিলেন, সেই মুহূর্তের VIDEO VIRAL

উড়ানের মাত্র কয়েক সেকেন্ড পরেই UTC-তে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে মেডে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ধ্বংসাবশেষএয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ধ্বংসাবশেষ
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 12 Jun 2025,
  • अपडेटेड 3:34 PM IST
  • বিমানটিতে যাত্রীতালিকায় ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী
  • টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনা
  • কিছু যাত্রীকে জ্বলন্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে

আহমেদাবাদ বিমানবন্দরেই ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল। ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ছিলেন ক্রু মেম্বার। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে। গোটা ঘটনার সব খবর নিয়েছেন।

বিমানটিতে যাত্রীতালিকায় ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ওই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁর খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিজয় রূপানির কী অবস্থা, তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটির নম্বর ছিল AI171। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ১টা ১০ মিনিটে টেক অফ করে বিমানটি। কিন্তু উড়ানের মাত্র কয়েক সেকেন্ড পরেই UTC-তে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে মেডে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার স্থানটি ছিল বিমানবন্দরের খুব কাছেই, মেঘানীনগর এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। স্থানীয় মানুষ জানান, হঠাৎ তীব্র শব্দের পর আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ।

আহমেদাবাদে চলছে উদ্ধারকাজ, প্রচুর মৃত্যু

টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনা

এয়ার ইন্ডিয়া এক্স-এ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'আমাদের AI171 ফ্লাইট আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। এটি একটি ‘ইনসিডেন্ট’-এর শিকার হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব আমরা আরও তথ্য জানাব।' ঘটনার কিছু আগে পর্যন্ত ফ্লাইটটিকে ট্র্যাক করছিল ফ্লাইটরাডার২৪। তাদের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭-৮ বিমানটি সকালে দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল এবং দুপুরে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু আকাশে ওঠার আগেই, বিমানটির রেডার সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে যায়।

Advertisement

কিছু যাত্রীকে জ্বলন্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে

বিমান দুর্ঘটনার এই খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এমন দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। বিমানবন্দরের নিরাপত্তা ও প্রযুক্তিগত ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি, কেউ বেঁচে আছেন কি না। তবে উদ্ধারকারী দলের একাংশ জানাচ্ছেন, কিছু যাত্রীকে জ্বলন্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

গোটা দেশের নজর এখন আহমেদাবাদের দিকে। রাজ্য ও কেন্দ্র—দুই সরকারের পক্ষ থেকেই দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত নজর দুর্ঘটনার কারণ ও যাত্রীদের ভাগ্যের উপরে।

Read more!
Advertisement
Advertisement