Opereation Sindoor Live: টার্গেটে ছিল ৯টি জঙ্গিঘাঁটি, ২৫ মিনিটের এয়ারস্ট্রাইক চলেছে মাঝরাতে

Aajtak Bangla | কলকাতা | 07 May 2025, 11:05 AM IST

India Attack on Pakistan, Operation Sindoor:  ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) ৯টি জঙ্গি শিবিরে নির্ভুল হামলা চালিয়ে 'অপারেশন সিঁদুর' শুরু করেছে।  পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই অপারেশন করা হল। প্রতিরক্ষা মন্ত্রকের  এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কিছু সময় আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কাঠামো লক্ষ্য করে 'অপারেশন সিন্দুর' শুরু করে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হচ্ছে যে মোট ৯টি জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিক্রম মিস্রী, বিদেশ সচিব

India Attack on Pakistan, Operation Sindoor:  ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) ৯টি জঙ্গি শিবিরে নির্ভুল হামলা চালিয়ে 'অপারেশন সিঁদুর' শুরু করেছে।  পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই অপারেশন করা হল। প্রতিরক্ষা মন্ত্রকের  এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কিছু সময় আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কাঠামো লক্ষ্য করে 'অপারেশন সিন্দুর' শুরু করে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হচ্ছে যে মোট ৯টি জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

11:15 PM (2 days ago)

পাকিস্তানের পাশে তুরস্ক

Posted by :- Jagrick Dey

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন, ভারতীয় হামলার পর পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং হামলায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। এরদোগান পাহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানকে সমর্থন করেছেন এবং উত্তেজনা কমাতে তুরস্কের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

7:33 PM (2 days ago)

দেশের বিভিন্ন জায়গায় মক ড্রিল এবং ব্ল্যাকআউট

Posted by :- Madhurma Dev

দেশের বিভিন্ন জায়গায় মক ড্রিল এবং ব্ল্যাকআউট। পাটনা-লখনউতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনউ সহ দেশের অনেক জায়গায় ব্ল্যাকআউট শুরু হয়েছে। একই সময়ে, দিল্লির ভিভিআইপি এলাকা লুটিয়েন্স জোনে রাত ৮টা থেকে রাত ৮টা১৫ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দেশব্যাপী নাগরিক নিরাপত্তা মক ড্রিলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়ে, নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) একটি সরকারি বিবৃতি জারি করেছে।
 

4:52 PM (2 days ago)

জঙ্গিদের জবাব দেওয়া প্রয়োজন ছিল : রাজনাথ

Posted by :- Soumen Karmakar

বদলা নিলেও ভারতীয় সেনা মানবিকতা ভোলেনি। ভারত ইতিহাস তৈরি করেছে। জঙ্গিদের জবাব দেওয়া প্রয়োজন ছিল : রাজনাথ 

4:49 PM (2 days ago)

সুনির্দিষ্ট, সতর্ক এবং পরিমাপিত স্ট্রাইক: রাজনাথ সিং

Posted by :- Rupsa

সুনির্দিষ্ট, সতর্ক এবং পরিমাপিত স্ট্রাইক করা হয়েছে জঙ্গিঘাঁটিগুলিতে। বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'কড়া জবাব দিয়েছে পহেলগাঁও হামলার। রাইট টু রেসপন্ড অধিকার প্রয়োগ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশ সিঁদুরের মাধ্যমে বুঝিয়েছেন, ভারতের মাটিতে সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। ভারতীয় সেনাকে এই হামলা চালানোর জন্য প্রণাম জানাই।' তাঁর সংযোজন, 'আমরা কেবল তাদের উপরই হামলা চালিয়েছি যারা আমাদের নিরীহ নাগরিকদের নৃশংস হত্যা করেছেন।'

4:49 PM (2 days ago)

রাজনাথ সিংয়ের বিবৃতি

Posted by :- Soumen Karmakar


সেনা জওয়ানদের শুভেচ্ছা, ভারত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পেরেছে। বললেন রাজনাথ সিং। তিনি আরও জানান, যারা নিরীহদের হত্য়া করেছে তাদেরই কেবল নিকেশ করা হয়েছে। 
 

3:46 PM (2 days ago)

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এমারজেন্সি জারি

Posted by :- Soumen Karmakar

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এমারজেন্সি জারি, ঘোষণা করলেন সিএম মরিয়ম নওয়াজ। ভারতের হামলা নিয়ে চিন্তিত পাকিস্তান। সেখানকার প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন। তারইমধ্যে পঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হল। 

3:09 PM (2 days ago)

অপারেশন সিঁদুর নিয়ে চিন্তিত পাকিস্তান

Posted by :- sumana

অপারেশন সিঁদুর নিয়ে চিন্তিত পাকিস্তান, পঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা পাক সরকারের।

2:01 PM (2 days ago)

দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহ

Posted by :- Sukamal

বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি শীর্ষ প্রশাসনের কর্তাব্যাক্তিরাও উপস্থিত থাকবেন বলেও খবর।

1:57 PM (2 days ago)

ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Posted by :- Madhurma Dev

পাকিস্তান ও নেপাল সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দেবেন জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ডিজিপি, প্রধান সচিবরা।
 

1:01 PM (2 days ago)

প্রতিক্রিয়া দিলেন মোদী

Posted by :- sumana

অপারেশন সিঁদুর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দেশের জন্য গর্বের মুহূর্ত।

12:51 PM (2 days ago)

'অপারেশন সিঁদুর' নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

Posted by :- Rupsa

'অপারেশন সিঁদুর' নিয়ে প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে, ক্যাবিনেট মিটিংয়ে তিনি মন্ত্রীদের বলেন, 'আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত'। 

12:48 PM (2 days ago)

মোদীকে ক্যাবিনেটের অভিনন্দন

Posted by :- sumana

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে, মন্ত্রিসভার মন্ত্রীরা সফল অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন।

12:22 PM (2 days ago)

শাহ-রাজনাথের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Posted by :- Souradip

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর অমিত শাহ, রাজনাথ সিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

 

12:07 PM (2 days ago)

মাসুদ আজহারের পরিবারের ১০ জন নিহত

Posted by :- Souradip

ভারতের অপারেশন সিঁদুরে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং চার সহযোগীর মৃত্যু হয়েছে। একথা জানিয়েছে স্বয়ং মাসুদ। 

11:11 AM (2 days ago)

সাধারণ নাগরিককে নিশানা করা হয়নি: বায়ুসেনা

Posted by :- Rupsa

‘অপারেশন সিঁদুর’-এ পাক সেনাঘাঁটি বা সাধারণ কোনও নাগরিককে নিশানা করা হয়নি। বায়ুসেনার মহিলা আধিকারিকরা বলেন, 'কোনও সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। নির্দিষ্ট ভাবে কিছু বিল্ডিংয়ে হামলা হয়েছে। সেনাঘাঁটিতে কোনও হামলা হয়নি। প্রযুক্তির সাহায্যে ওই ভবনগুলি ভাঙা হয়েছে।'

11:05 AM (2 days ago)

২৫ মিনিটে ধ্বংস করা হয় ৯ জঙ্গি ঘাঁটি: কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Rupsa

কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানালেন কী ভাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে। তাঁরা বলেন, '২৫ মিনিটে পাকিস্তানে মোট ন’টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেগুলিকে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

11:01 AM (2 days ago)

কোথায় কোথায় হামলা?

Posted by :- Rupsa

৯টি জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়েছিল। প্রেসি বিফ্রিংয়ে জানালেন বায়ুসেনার মহিলা আধিকারিক। হামলার তালিকায় রয়েছে বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের সদরঘাঁটি,  মুরিদকে লস্কর-ই-তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র, কোটলিতে আত্মঘাতী জঙ্গি ও অনুপ্রবেশ প্রশিক্ষণকেন্দ্র, গুলপুরে রাজৌরি ও পুঞ্চে হামলার লঞ্চপ্যাড, সাওয়াইতে কাশ্মীর উপত্যকার হামলার সঙ্গে যুক্ত ঘাঁটি, সারজালে অনুপ্রবেশ পথ,  বারনালায় অনুপ্রবেশ পথ, মেহমুনা, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ঘাঁটি, মুজাফফরাবাদে লস্কর ও জইশের ক্যাম্প এবং মুজাফফরাবাদের শাওয়াই নাল্লা ক্যাম্পে লস্কর-ই-তৈবার ঘাঁটি। 

10:53 AM (2 days ago)

কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিচ্ছেন

Posted by :- sumana

ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার শিকারদের ন্যায়বিচার প্রদানের জন্য অপারেশন সিঁদুর শুরু করা হয়েছিল। এই অভিযানে ৯টি জঙ্গি আস্তানা লক্ষ্য করে ধ্বংস করা হয়েছিল।

10:51 AM (2 days ago)

কাশ্মীরে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে চেয়েছিল জঙ্গিরা: বিক্রম মিস্রি

Posted by :- Rupsa

কাশ্মীরে অশান্তির পরিবেশ তৈরি করে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চেয়েছিল জঙ্গিরা। প্রেস ব্রিফিংয়ে জানালেন বিক্রম মিস্রি। তিনি বলেন, 'পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়। জেনেশুনে সেই দেশে লুকিয়ে রাখা হয় সন্ত্রাসবাদীদের। পহেলগাঁওয়ের হামলার পর দেশের নানা প্রান্তে ক্ষোভ দেখা দিয়েছিল। স্বাভাবিক ভাবেই তারপর ভারত সরকার কিছু পদক্ষেপ করে। কিন্তু তার পরেও পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায়বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করছে। আমাদের কাছে খবর ছিল, ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে। তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল। ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে জবাব দিতে। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা। রাষ্ট্রপুঞ্জ গত ২৫ এপ্রিল পহেলগাঁওয়ের হামলার নিন্দা করে বলেছিল ন্যায়বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই।'

10:48 AM (2 days ago)

সন্ত্রাসবাদ রুখতে জবাব দিয়েছে ভারত: বিদেশ মন্ত্রকের সচিব

Posted by :- Rupsa

সন্ত্রাসবাদ রুখতে ভারত নিজের অধিকার প্রয়োগ করেছে। পহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। জঙ্গিদের বিরুদ্ধে এটাই ভারতের পদক্ষেপ। দায়িত্বপূর্ণ ভাবে ভারত এই জবাব দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে মন্তব্য বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রির

10:48 AM (2 days ago)

পহেলগাঁও হামলায় টিআরএফের হাত

Posted by :- sumana

বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছেন, ভারত সন্ত্রাসবাদের অবসান ঘটাতে সাড়া দিয়েছে। সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরের উন্নয়ন বন্ধ করতে চায়। টিআরএফ হল লস্করের সঙ্গে যুক্ত একটি সংগঠন। টিআরএফ পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত। 

10:46 AM (2 days ago)

পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি - বিক্রম মিস্রি

Posted by :- sumana

বিক্রম মিস্রি বলেন, হামলার এক পক্ষকাল পরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তিনি পাল্টা অভিযোগ করেন। ভারতের বিরুদ্ধে আরও আক্রমণ হতে পারে। তাই এটি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ।

10:44 AM (2 days ago)

পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়ার বিষয়টি অস্বীকার করে: MEA সচিব

Posted by :- Rupsa

২২ এপ্রিলের হামলার পর পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়ার বিষয়টি অস্বীকার করে। জানালেন MEA সচিব।  

10:42 AM (2 days ago)

পহেলগাঁও হামলা বর্বরোচিত: বিক্রম মিস্রি

Posted by :- Rupsa

TRF পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। এই হামলা অত্যন্ত বর্বরোচিত ছিল। পরিবারের সামনে প্রিয়জনদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। পহেলগাঁওয়ের এই হামলায় জম্মু-কাশ্মীরের পাশাপাশি গোটা দেশে ক্ষোভের সঞ্চার হয়েছিল: বিক্রম মিস্রি

10:41 AM (2 days ago)

তথ্য দিচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

Posted by :- sumana

বিক্রম মিস্রি বলেন, এই আক্রমণের লক্ষ্য ছিল উন্নয়ন ও অগ্রগতি বন্ধ করে রাজ্যটিকে পিছিয়ে দেওয়া এবং সীমান্তের ওপারে পাকিস্তানের জন্য উর্বর রাখতে সাহায্য করা। 

10:39 AM (2 days ago)

অপারেশন সিঁদুরের প্রেস ব্রিফিং শুরু

Posted by :- sumana

অপারেশন সিঁদুর সম্পর্কে প্রেস ব্রিফিং শুরু হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, আপনারা সবাই জানেন যে লস্কর-ই-তৈবার সন্ত্রাসীরা ভারতীয় পর্যটকদের উপর আক্রমণ করেছিল। ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক নিহত হন।

10:39 AM (2 days ago)

কোন উদ্দেশে এই হামলা?

Posted by :- Rupsa

গত বছর ২ কোটির বেশি পর্যটক কাশ্মীরে পা রেখেছিলেন। সেখানে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে এবং সন্ত্রাসবাদ ছড়াতে এই হামলা করা হয়েছে: বিদেশ মন্ত্রক সচিব

10:36 AM (2 days ago)

কোন কোন হামলার বদলা অপারেশন সিঁদুর? জানাল সেনা

Posted by :- Rupsa

অক্ষরধাম, মুম্বই, উরি, পুলওয়ামা, পহেলগাঁও- প্রত্যেকটি নৃশংস জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। ৩৫০ ভারতীয়ের হত্যার বদলা এই অপারেশন সিঁদুর। একটি তথ্যচিত্র দেখিয়ে বোঝাল ভারতীয় সেনা। 

10:35 AM (2 days ago)

আমরা সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল করব: জেপি নাড্ডা

Posted by :- sumana

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, "পহেলগাঁও নিয়ে ভারতের বার্তা - যদি তোমরা আমাদের জ্বালাতন করো, আমরা তোমাদের রেহাই দেব না। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে যারা ভারতের আত্মার উপর আক্রমণ করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ভারত সন্ত্রাসবাদকে তার শিকড় থেকে উপড়ে ফেলতে সক্ষম এবং দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল করব।"

10:34 AM (2 days ago)

সব সামরিক বাহিনীর ছুটি বাতিল

Posted by :- Arindam

দেশের সব সামরিক বাহিনীর ছুটি বাতিল করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ছুটিতে আছেন, তাঁদেরও অবিলম্বে কাজে যোগ দিতে হবে। 

10:27 AM (2 days ago)

প্রেস ব্রিফিংয়ে ২ মহিলা সেনা আধিকারিক

Posted by :- Rupsa

কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রেস ব্রিফিং করবেন। বিষয়টিকে নজিরবিহীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 
 

9:56 AM (2 days ago)

'অপারেশন সিঁদুর' নিয়ে কী প্রতিক্রিয়া মমতার?

Posted by :- Rupsa

'অপারেশন সিঁদুর'-এর প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের উপর বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'জয় হিন্দ, জয় ইন্ডিয়া'। 

 

9:53 AM (2 days ago)

অপারেশন সিঁদুর নিয়ে কী বললে শাহ?

Posted by :- Rupsa

'অপারেশন সিঁদুর' নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার বদলা প্রসঙ্গে বলেন, 'আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার বদলা এটা।'

9:42 AM (2 days ago)

পাকিস্তানে ভারতের বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছে চিন

Posted by :- sumana

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের বিমান হামলার পর চিনের প্রতিক্রিয়া এসেছে। ভারতের এই পদক্ষেপের প্রতি উদ্বেগ প্রকাশ করে, ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
 

9:31 AM (2 days ago)

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানানো হবে

Posted by :- sumana

সূত্রের খবর, আজ অনুষ্ঠিত হতে চলা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবে এবং তিন ভারতীয় সেনা বাহিনীর বীরত্বের জন্য মন্ত্রিসভার পক্ষ থেকে ধন্যবাদ প্রস্তাব পেশ করা হবে।
 

9:13 AM (2 days ago)

পাকিস্তানের দিকে তাক করা হয়েছে অত্যাধুনিক মিসাইল

Posted by :- Rupsa

পাকিস্তানের দিকে তাক করা হয়েছে একাধিক অত্যাধুনিক মিসাইল। ভারতীয় বায়ুসেনা তাক করেছে হারোপ ড্রোন, স্ক্যাল্প এবং তীক্ষ্ণ ভাবে প্রভাব বিস্তারকারী দীর্ঘপাল্লার স্পাইস ২০০০ মিসাইল। এগুলি সাধারণত রাফাল যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। পাকিস্তানের তরফে পাল্টা হামলা হলে সবরকম ভাবে তা মোকাবিলায় প্রস্তুত ভারত। 

9:11 AM (2 days ago)

কাতার এয়ারওয়েজের একাধিক বিমান বাতিল

Posted by :- Arindam

পাকিস্তানের আকাশপথ বন্ধ রাখা হয়েছে। ভারতের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের একটা বড় অংশ। এহেন পরিস্থিতি পাকিস্তানের আকাশ ব্যবহার করা রুটগুলির বিমান বাতিল ঘোষণা করল কাতার এয়ারওয়েজ।

8:57 AM (2 days ago)

প্রত্যাঘাতের পর স্বামীর ছবি হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ভাসালেন শুভম দ্বিবেদীর স্ত্রী

Posted by :- sumana

"আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবারের তার উপর আস্থা ছিল, এবং তিনি যেভাবে (পাকিস্তানকে) জবাব দিয়েছেন, তাতে তিনি আমাদের আস্থাকে বাঁচিয়ে রেখেছেন। এটাই আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুন না কেন, তিনি আজ শান্তিতে থাকবেন।" বললেন ঐশ্বন্যা ।  

 

8:48 AM (2 days ago)

ভারতের আকাশপথে বিশেষ নজরদারি

Posted by :- Rupsa

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতীয় আকাশপথ বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। DGCA-র তরফে জানানো হয়েছে, যেহেতু এটি ন্যাশনাল এমারজেন্সি পরিস্থিতি তাই যাত্রীদের সুরক্ষাই সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। একাধিক শহর থেকে উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছে সাময়িক ভাবে। 

8:44 AM (2 days ago)

অপারেদশন সিঁদুর-এর প্রশংসায় বিরোধীরাও

Posted by :- Arindam

অপারেশন সিঁদুর-এ তছনছ পাকিস্তান। ভারতের এই বদলার ভূয়সী প্রশংসা বিরোধীদের গলাতেও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স হ্যান্ডেলে প্রশংসা করলেন ভারতীয় সেনার।

8:26 AM (2 days ago)

বায়ুসেনার জন্য আমরা গর্বিত: রাহুল গান্ধী

Posted by :- Arindam

পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। মধ্যরাতে এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দিল একের পর এক জঙ্গিঘাঁটি। পাকিস্তানের অবস্থা দিশেহারা। ভারতীয় বায়ুসেনার এই হামলাকে কুর্নিশ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লিখলেন, বায়ুসেনার জন্য আমরা গর্বিত। জয় হিন্দ।

রাহুল গান্ধীর পোস্ট
8:15 AM (2 days ago)

'সন্ত্রাসবাদের প্রতি  জিরো টলারেন্স..', পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর  নিয়ে জয়শঙ্করের প্রথম প্রতিক্রিয়া 

Posted by :- sumana

বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন যে, সন্ত্রাসবাদের প্রতি গোটা বিশ্বের জিরো টলারেন্স  নীতি গ্রহণ করা উচিত।

8:01 AM (2 days ago)

পাকিস্তানে বিমান হামলার বিষয়ে আসাদুদ্দিন ওয়াইসি বললেন

Posted by :- sumana

পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর বিমান হামলা প্রসঙ্গে এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, "পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে আমাদের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত লক্ষ্যবস্তু হামলাকে আমি স্বাগত জানাই। পাকিস্তানি ডিপ স্টেটকে কঠোর শিক্ষা দিতে হবে যাতে আর কখনও পহেলগাঁও না ঘটে। পাকিস্তানের জঙ্গি অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। জয় হিন্দ!"

7:42 AM (2 days ago)

প্রায় ৯০ জঙ্গি নিকেশ

Posted by :- Rupsa

পাকিস্তানে ঢুকে পাল্টা মার ভারতের। ৯ জঙ্গি ঘাঁটি এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়ার জেরে ৮০ থেকে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। বাহাওয়ালপুর এবং মুরদিকে ২৫ থেকে ৩০ জন করে জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। 

7:41 AM (2 days ago)

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলায় ৮০ থেকে ৯০ জন জঙ্গি নিহত

Posted by :- sumana

 

পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে ভারতীয় আক্রমণে ৮০-৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। বাহাওয়ালপুর এবং মুরিদকেতে প্রায় ২৫-৩০ জন জঙ্গি নি  হত হয়েছে।

7:23 AM (2 days ago)

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন

Posted by :- sumana

গভীর রাতে পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর, তিনি তিন সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

7:22 AM (2 days ago)

পাক সীমান্ত সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা, পাঠানকোটে ৭২ ঘন্টার জন্য স্কুল বন্ধ

Posted by :- sumana

হরিয়ানা এবং পঞ্জাবের সমস্ত বিমানঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জাবের সমস্ত সীমান্তবর্তী জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, পাঠানকোট জেলা প্রশাসনও সতর্ক রয়েছে। জেলা প্রশাসক আগামী ৭২ ঘন্টার জন্য সকল স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।

6:46 AM (2 days ago)

জম্মুর ৫টি জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

Posted by :- sumana

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে বিমান হামলা চালানোর পর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চের সকল স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। পাঠানকোটের সকল স্কুল ৭২ ঘন্টার জন্য বন্ধ থাকবে।

6:28 AM (2 days ago)

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিতে তিন অসামরিক নাগরিক নিহত

Posted by :- sumana

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি  শিবিরে ভারতীয় সেনাবাহিনীর বিমান হামলার পর আতঙ্কিত পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ৬-৭ মে রাতে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর তাদের পোস্ট থেকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ শুরু করে। এই নির্বিচারে গুলিবর্ষণ ও গোলাগুলিতে তিনজন অসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এই পদক্ষেপের উপযুক্ত জবাব দিয়েছে।

6:15 AM (2 days ago)

স্পাইসজেটএকটি বিজ্ঞপ্তি জারি করেছে

Posted by :- sumana

বর্তমান পরিস্থিতির কারণে, ধর্মশালা (DHM), লেহ (IXL), জম্মু (IXJ), শ্রীনগর (SXR) এবং অমৃতসর (ATQ) সহ উত্তর ভারতের কিছু অংশের বিমানবন্দরগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রয়েছে৷ এর ফলে ফ্লাইটগুলির প্রস্থান ও আগমন প্রভাবিত হতে পারে। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করে এবং ফ্লাইটের অবস্থা পরীক্ষা করে দেখেন। স্পাইস জেট কর্তৃক এই তথ্য প্রকাশ করা হয়েছে। 
 

6:15 AM (2 days ago)

এয়ার ইন্ডিয়ার অ্যাডভাইজারি জারি

Posted by :- sumana

এয়ার ইন্ডিয়া  ভ্রমণ অ্যাডভাইজারি জারি করেছে, দুপুর ১২টা পর্যন্ত ফ্লাইট বাতিল।
 

6:15 AM (2 days ago)

'ভারত ৬টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে', দাবি পাক সেনাবাহিনীর

Posted by :- sumana

ভারতের বিমান হামলার পর পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিও সামনে  এসেছে। পাক সেনাবাহিনী জানিয়েছে যে ৬টি স্থানে ২৪টি হামলা চালানো হয়েছে। এতে ৮ জন মারা গেছেন, এবং ৩৩ জন আহত হয়েছেন।
 

6:15 AM (2 days ago)

প্রধানমন্ত্রী মোদী নিজেই সারা রাত ধরে 'অপারেশন সিন্দুর' পর্যবেক্ষণ করেন

Posted by :- sumana

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সারা রাত ধরে অপারেশন 'সিঁদুর'-এর উপর নজর রাখছিলেন। এই অভিযানের অধীনে মোট ৯টি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সমস্ত আক্রমণ সম্পূর্ণরূপে সফল হয়েছে।
 

6:14 AM (2 days ago)

পাকিস্তানে ৪টি এবং পাক অধিকৃত কাশ্মীর (POK) তে ৫টি লক্ষ্যবস্তু

Posted by :- sumana

ভারতীয় সেনাবাহিনীর সফলভাবে আঘাত হানা নয়টি লক্ষ্যবস্তুর মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের ঘাঁটিগুলির মধ্যে রয়েছে বাহাওয়ালপুর, মুরিদকে এবং শিয়ালকোট। সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে বিশেষ নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিন বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।