Advertisement

Akash Prime Missile: লাদাখে ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল ভারতের ‘আকাশ প্রাইম’ মিসাইল, পরীক্ষায় সফল DRDO

ভারতের বিমান প্রতিরক্ষা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে বুধবার ভারতের সেনাবাহিনী লাদাখে দেশের তৈরি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণে সফল হয়েছে। ডিআরডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পরীক্ষাগুলি করে।

ডিআরডিওর আকাশ মিসাইলডিআরডিওর আকাশ মিসাইল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2025,
  • अपडेटेड 8:55 PM IST

ভারতের বিমান প্রতিরক্ষা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে বুধবার ভারতের সেনাবাহিনী লাদাখে দেশের তৈরি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণে সফল হয়েছে। ডিআরডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পরীক্ষাগুলি করে।

প্রতিরক্ষা আধিকারিকেরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলি বিরল বায়ুমণ্ডলে দ্রুত গতিশীল আঘাত হানতে সক্ষম হয়েছে। চরম পরিস্থিতিতে এটি কতটা সফল হবে তা প্রমাণ করে।

আকাশ প্রাইমটি সেনাবাহিনীর তৃতীয় এবং চতুর্থ আকাশ রেজিমেন্টের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই সিস্টেমটি এর আগে অপারেশন সিঁদুরের সময় তার সাফল্য প্রমাণ করেছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর চিনের জেট এবং তুর্কি ড্রোনকে প্রতিরোধ করে।

আকাশ প্রাইম মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকুয়েন্সি সিকার’। এই যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুকে সহজেই খুঁজে বের করতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি। এটি অতিউচ্চতায় কম তামপাত্রায় কাজ করতে সক্ষম। পরীক্ষার সময় রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশন-সহ পরীক্ষার জায়গায় রেঞ্জ স্টেশগুলি ক্ষেপণাস্ত্রের গতিপথ ও ফ্লাইটের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement