Advertisement

Al Qaeda cell busted: আলকায়দা জঙ্গি নেটওয়ার্ক ফাঁস, গুজরাত, দিল্লি ও নয়ডা থেকে ৪ সন্দেহভাজন গ্রেফতার

গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী দফতরের (ATS) বড় সাফল্য মিলল। বুধবার আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। জানা গিয়েছে, এরা দেশের বিভিন্ন হাই-প্রোফাইল জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিল।

জঙ্গি সন্দেহে গ্রেফতার ৪।-ফাইল ছবিজঙ্গি সন্দেহে গ্রেফতার ৪।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 7:35 PM IST
  • গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী দফতরের (ATS) বড় সাফল্য মিলল।
  • বুধবার আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী দফতরের (ATS) বড় সাফল্য মিলল। বুধবার আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। জানা গিয়েছে, এরা দেশের বিভিন্ন হাই-প্রোফাইল জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিল।

গুজরাতের দুই জায়গা থেকে দু’জন, দিল্লি থেকে একজন এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া চারজনের নাম, মোহাম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি এবং মোহাম্মদ ফাইক। প্রাথমিক জেরা করে জানা গেছে, তারা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছিল। তদন্তে উঠে এসেছে, তাদের পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সূত্র রয়েছে।

ATS সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস ও নথি উদ্ধার হয়েছে। এগুলো পরীক্ষা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, এই নেটওয়ার্কের আরও কয়েকজন সদস্য আড়ালে কাজ করছে।

রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, আল কায়দা ভারতীয় উপমহাদেশে AQIS নামে একটি নেটওয়ার্ক তৈরি করেছে। তাদের প্রায় ২০০ যোদ্ধা রয়েছে এবং জম্মু-কাশ্মীর, বাংলাদেশ ও মায়ানমারে কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। যদিও তাদের বড়সড় হামলার ক্ষমতা কমেছে, তবু তারা আফগানিস্তানকে আদর্শিক ও লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

গুজরাত ATS জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও জেরা চলছে। নিরাপত্তা সংস্থাগুলি দেশের অন্যান্য জায়গাতেও নজরদারি বাড়িয়েছে। তদন্তকারীরা বলছেন, এই গ্রেফতার ভবিষ্যতের এক বড় হামলার সম্ভাবনা রুখে দিয়েছে। দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement