জম্মু ও কাশ্মীরের শ্রীনগর ও কোট বালওয়াল কেন্দ্রীয় কারাগারে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, এই দুই জেলে বন্দি রয়েছে বহু হাই-প্রোফাইল জঙ্গি এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW)। এই কারণে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, সম্প্রতি পাওয়া গোয়েন্দা ইনপুট অনুযায়ী জম্মুর শ্রীনগর সেন্ট্রাল জেল ও কোট বালওয়াল জেলে জঙ্গিরা হামলার ছক কষছে। এরপরই দুই জেলের নিরাপত্তা বাড়ানো হয়। রবিবার শ্রীনগরে সিআইএসএফ (CISF)-এর ডিজি নিরাপত্তা গ্রিডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং নিরাপত্তা পর্যালোচনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালের অক্টোবর মাসে সিআইএসএফ জম্মু ও কাশ্মীরের কারাগারগুলির নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফের কাছ থেকে গ্রহণ করে। এরপর থেকেই কেন্দ্রীয় বাহিনী ওই অঞ্চলগুলির নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনে।
উল্লেখযোগ্যভাবে, জাতীয় তদন্ত সংস্থা (NIA) সম্প্রতি জম্মু কারাগারে বন্দি দুই ওজিডব্লিউ নিসার এবং মুশতাককে জেরা করেছে, যারা ২০২৩ সালের পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে বন্দি। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ১ জানুয়ারি রাজৌরি জেলার একটি হামলায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে, যেখানে দুই শিশুসহ ৭ জন নিরীহ মানুষ নিহত হন।
২৭ এপ্রিল এই ঘটনার তদন্তের দায়ভার নেয় এনআইএ। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, নিসার ও মুশতাক হামলার পরিকল্পনার আগে থেকেই অবগত ছিলেন অথবা জঙ্গিদের সহায়তা করেছিলেন। তাদের জেরা করে পেছনের বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের সন্ধান পেতে চাইছে তদন্তকারী সংস্থা।
বর্তমানে জম্মুর কেন্দ্রীয় জেল ও শ্রীনগর কারাগার ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাম্প্রতিক জঙ্গি কার্যকলাপে উদ্বিগ্ন প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ।