Advertisement

Tandav Controversy: ক্ষমা চেয়েও মিলছে না রেহাই, দেশের নানা প্রান্তে FIR নির্মাতাদের বিরুদ্ধে

Tandav Controversy: তাণ্ডব ওয়েব সিরিজ নিয়ে গত কয়েকদিন ধরেই শোরগোল চলছে দেশ জুড়ে। যার ফলশ্রুতি এবার ক্ষমা চাইলেন ‘তাণ্ডব’ ওয়েব-সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওয়েব সিরিজটির নির্মাতারাও। তাতেও অবশ্য মিটছে না বিতর্ক। গ্রেটার নয়ডা, লখনউ, ভোপাল-সহ দেশের নানা প্রান্তে একের পর এক এফআইআর দায়ের হয়ে চলেছে ওয়েব সিরিজটির বিরুদ্ধে।

Tandav
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jan 2021,
  • अपडेटेड 10:10 PM IST
  • নিঃশর্ত ক্ষমা চাইল টিম তাণ্ডব
  • তাও মিটল না বিতর্ক
  • ময়দানে নামলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা

তাণ্ডব ওয়েব সিরিজ নিয়ে গত কয়েকদিন ধরেই শোরগোল চলছে দেশ জুড়ে। যার ফলশ্রুতি এবার ক্ষমা চাইলেন  ‘তাণ্ডব’ ওয়েব-সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ স্বীকার করে নিঃশর্ত  ক্ষমা চেয়েছেন ওয়েব সিরিজটির নির্মাতারাও। তাতেও অবশ্য মিটছে না বিতর্ক।  গ্রেটার নয়ডা, লখনউ, ভোপাল-সহ  দেশের নানা প্রান্তে একের পর এক এফআইআর দায়ের হয়ে চলেছে ওয়েব সিরিজটির বিরুদ্ধে। 

আমাজন প্রাইম ভিডিওয় প্রদর্শিত এই ওয়েব সিরিজে ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।  মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম মুম্বইয়ে ওই সিরিজের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের করেন। তাণ্ডব-এর দলের কাছে জবাব তলবের পাশাপাশি প্রতিনিধিদের ডেকে পাঠায় কেন্দ্র।ভারতের আমাজন প্রাইম ভিডিও-র প্রধান এবং ছবির নির্মাতারদের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয়। এই পরিস্থিতিতে  সরকারি ভাবে বিবৃতি জারি করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তাণ্ডব ওয়েব সিরিজের গোটা দল। বিবৃতিতে জানানো হয়েছে - গত ক'দিনে তাণ্ডব নিয়ে যে ধরনের আপত্তি, আশঙ্কা ও অভিযোগের কথা সামনে এসেছে, তার উপরে তারা নজর রেখেছেন। পাশাপাশি জানানো হয়েছে,  সিরিজটি সম্পূর্ণ ভাবে কাল্পনিক। কোনও জাত, ধর্ম, সম্প্রদায়, বিশ্বাস বা ব্যক্তিকে অসম্মান করার উদ্দেশ্যে তা তৈরি নয়। মানুষের যাবতীয় উদ্বেগ-উষ্মা তারা জানে। কারও আবেগে আঘাত লেগে থাকলে তাঁদের কাছে 'বিনা শর্তে ক্ষমা চাওয়া'র কথাও লেখা হয়েছে বিবৃতিতে।

যোগীর হুমকি টিম তাণ্ডবকে
টিম তাণ্ডব নিঃশর্ত ক্ষমা চেয়েও অবশ্য  বিতর্কে জল ঢালকে পারেনি। হিন্দুদের ভাবাবেগে আঘাতের ফল ভুগতে তৈরি থাকুন। 
পরিচালক আলি আব্বাস জাফর, সইফ আলি খান, হিমাংশু মেহরা, গৌরব সোলাঙ্কিরা এমন হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র। যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা সলভমণি ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন - ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হও। উত্তরপ্রদেশ পুলিশ গাড়ি করে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছে। মহারাষ্ট্র সরকার যাতে কাউকে 'বাঁচাতে' না আসে, সে জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অফিসকে ট্যাগ করা হয়েছে ট্যুইটে। তাণ্ডব টিমের গ্রেফতারির  উল্লেখও রয়েছে ট্যুইটে।

Advertisement

 

ময়দানে কঙ্গনাও
তাণ্ডব নিয়ে মুখ খুলেছেন লিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত । সিরিজের পরিচালক আলি আবাস জাফরকে একহাত নিলেন অভিনেত্রী।  “আল্লাহর উপহাস করার হিম্মত আছে?” টুইটারে পরিচালককে সরাসরি প্রশ্ন করলেন অভিনেত্রী।

 

মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে সইফ আলি খান, ডিম্পল কপাডিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। রাজনৈতিক ক্ষমতার কাহিনি নিয়ে তৈরি আলি আব্বাস জাফরের  এই সিরিজে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সইফ । শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিশান আয়ুব । আয়ুবের অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড় চলছেশ। সিরিজের পাশাপাশি আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement