Advertisement

Forward Bloc : একাধিকবার পতাকা বদল হয়েছে ফরোয়ার্ড ব্লকের, কেমন ছিল প্রথমটি?

নেতাজির হাত ধরে পথচলা শুরু। তারপর থেকে দীর্ঘ উত্থানপতনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ফরওয়ার্ড ব্লক। একটা সময় এই দলকে বেআইনি বলে ঘোষণা করে ব্রিটিশ সরকার। এমনকি গোটা দেশে দলের সবকটা দফতরও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে আবার রাজনৈতিক দল হিসেবে ভোটেও অংশ নিয়েছে ফরওয়ার্ড ব্লক। 

বারেবারে বদলেছে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকাবারেবারে বদলেছে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2022,
  • अपडेटेड 4:03 PM IST
  • আজ ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস
  • গড়ে ওঠার পর থেকে বহুবার বদলেছে দলীয় পতাকা
  • জেনে নিন গোটা বিবর্তনের ইতিহাস

ফরওয়ার্ড ব্লক, বামফ্রন্টের অন্যতম শরিক। জাতীয় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগের পর ১৯৩৯ সালে আজকের দিনে অর্থাৎ ৩মে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতার শ্রদ্ধানন্দ পার্কের সভায় সর্বপ্রথম প্রকাশ্যে ফরওয়ার্ড ব্লকের (All India Forward Bloc) কথা ঘোষণা করেছিলেন নেতাজি।

নেতাজির হাত ধরে সেই পথচলা শুরু। তারপর থেকে দীর্ঘ উত্থানপতনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ফরওয়ার্ড ব্লক। একটা সময় এই দলকে বেআইনি বলে ঘোষণা করে ব্রিটিশ সরকার। এমনকি গোটা দেশে দলের সবকটা দফতরও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে আবার রাজনৈতিক দল হিসেবে ভোটেও অংশ নিয়েছে ফরওয়ার্ড ব্লক। 

পতাকা বিবর্তনের ইতিহাস

আরও পড়ুন

নেতাজির (Netaji Subhas Chandra Bose) সৃষ্ট এই দলের পথচলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে দলীয় পতাকার পরিবর্তনের ইতিহাসও। গড়ে ওঠার পর থেকে একাধিকবার বদলেছে ফরওয়ার্ড ব্লকের পতাকা। বর্তমানে ফরওয়ার্ড ব্লকের যে পতাকা দেখা যায়, শুরুর সময় কিন্ত এমনটা ছিল না। প্রথমে তেরঙ্গার ওপরে লম্ফমান বাঘের ছবিকেই দলীয় পতাকা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। পরে লাল পতাকার ওপরে আসে লম্ফমান বাঘের ছবি। 

তারপর আবারও পতাকার পরিবর্তন হয়। লাল পতাকায় লম্ফমান বাঘের ছবির ওপরে সংযোজিত হয় সাদা কাস্তে হাতুড়ি। সেই পতাকাকে সামনে নিয়েই কেটে যায় দীর্ঘ সময়। সম্প্রতি আবারও পরিবর্তন। গতমাসে ভুবনেশ্বর ফরওয়ার্ড ব্লকের বৈঠকে পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন দলীয় নেতৃত্ব। যদিও কেউ কেউ অবশ্য মনে করছেন এই মুহূর্তে দলের প্রথম পতাকাই ফিরিয়ে আনা উচিত ফরওয়ার্ড ব্লকের। 

 

Read more!
Advertisement
Advertisement