বিক্ষোভের নামে অল্লু অর্জুনের বাড়িতে চলল ভাঙচুর। রবিবার সন্ধ্যায় তেলুগু অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে বিক্ষোভ দেখান ওসমানিয়া বিশ্ববিদ্যালয় জয়েন্ট অ্যাকশন কমিটির (জেএসি) সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, নিহত মহিলার পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহযোগিতা করুন অল্লু।
বিক্ষোভের একটি ভিডিওও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা অভিনেতার বাড়ির ফুলের টব ভাঙচুর করছেন। ওই ঘটনার সময় অভিনেতা উপস্থিত ছিলেন না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ। বিক্ষোভকারীদের আটক করা হয়। গ্রেফতার করা হয় ৮ জনকে। অভিনেতার বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন।
এদিকে, ভক্তদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন 'পুষ্পা ২'-এর তারকা অল্লু অর্জুন। তাঁর বক্তব্য,কোনও ধরণের অপমানজনক ভাষার ব্যবহার করবেন না ছবির প্রচারে গিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর এক মহিলা ভক্তের। চিকিৎসাধীন তাঁর পুত্রসন্তান। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অল্লুকে। পরে জামিনও পান। গোটা বিষয়টি নিয়ে নেট মাধ্যমে অভিনেতার ভক্তরা ক্ষোভ উগরে দিচ্ছেন।
ভক্তদের সংযম রেখে কথা বলার বার্তা দিয়েছেন অল্লু। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, 'আমার সব অনুরাগীদের আবেদন করতে চাই, দায়িত্বশীল হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করুন। অনলাইন বা অফলাইনে কোনও ধরনের অশ্লীল ভাষা বা আচরণ করবেন না। যারা ভুয়ো আইডি ও ফেক প্রোফাইল দিয়ে নিজেদেরকে আমার ভক্ত হিসেবে ভুলভাবে তুলে ধরছেন, তারা কারও মানহানি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুরাগীদের অনুরোধ করছেন, এই ধরনের পোস্টের সঙ্গে নিজেদের জড়াবেন না'।
সদ্য অভিনেতার ছবি 'পুষ্পা-২' বক্স অফিসে দারুণ আয় করেছে। কিন্তু সিনেমার সাফল্যের সঙ্গেই জুড়েছে মামলা। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার হলের সামনে তাঁকে দেখতে ভিড় করেছিলেন ভক্তরা। সেই সময় পদপৃষ্ট হয়েছে মৃত্যু হয় এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর পুত্র সন্তান। এই ঘটনায় অল্লুকে গ্রেফতার করে পুলিশ। নিম্ন আদালতে খারিজ হয় জামিন। তবে অল্লুকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ, ভাঙচুর! তার উপর নেট মাধ্যমেও অভিনেতার অনুরাগীরা নানা মন্তব্য করছেন। সবমিলিয়ে চাপে অভিনেতা। সে কারণেই তিনি অনুরাগীদের সংযত হওয়ার আবেদন করলেন বলে মনে করছেন অনেকে।