Advertisement

Amarnath Yatra: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, মৃত ১৫, নিখোঁজ ৩৫

Amarnath Yatra: মেঘ ভাঙা বৃষ্টিতে বেশ কটি তাঁবুর ভেসে যায়। এর কবলে পড়ে বহু মানুষ। তথ্য অনুসারে, বালতাল বলে একটি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে। আইটিবিপি এবং এনডিআরএফ দলও মোতায়েন করা হয়। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। শ্রাইন বোর্ডের পক্ষ থেকে একটি হেল্প লাইনও জারি করা হবে। 

অমরনাথ যাত্রাঅমরনাথ যাত্রা
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jul 2022,
  • अपडेटेड 11:43 PM IST
  • অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি
  • মৃত বেশ কয়েকজন
  • জোরকদমে চলছে উদ্ধারকাজ

Amarnath Yatra: অমরনাথ যাত্রাপথে দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ হয়েছেন অনেকে। তবে নিখোঁজদের সংখ্যা জানা যায়নি। এনডিআরএফ, এসডিআরএফ এবং আইটিবিপি-র দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

মেঘ ভাঙা বৃষ্টিতে বেশ কটি তাঁবুর ভেসে যায়। এর কবলে পড়ে বহু মানুষ। তথ্য অনুসারে, বালতাল বলে একটি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে। আইটিবিপি এবং এনডিআরএফ দলও মোতায়েন করা হয়। উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। শ্রাইন বোর্ডের পক্ষ থেকে একটি হেল্প লাইনও জারি করা হবে। 

আজতকের স্থানীয় প্রতিবেদকের মতে, আজ প্রায় ৮-১০ হাজার লোক এই যাত্রায় জড়িত ছিল। ভক্তদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। এরই মধ্যে এ ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান সম্পর্কিত তথ্যের জন্য আজ তক এনডিআরএফ ডিজি অতুল গাড়ওয়ালের সাথে কথা বলেছেন। এনডিআরএফ ডিজির মতে, মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া গেছে। আমরা কাছাকাছি মোতায়েন টিমও পাঠিয়েছি। তিনি বলেন, কতজন মারা গেছে তা এখনই নিশ্চিত করতে পারছি না। মোট কতজন উপস্থিত ছিলেন তাও ঠিক ভাবে জানা যায়নি।

আরও পড়ুন

তিনি বলেন, উদ্ধারকাজে চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার চ্যালেঞ্জও রয়েছে। কিন্তু আমাদের জওয়ানরা ভালো প্রশিক্ষিত। তাঁদের কোনো সমস্যা হবে না। ডিজি গাড়ওয়াল জানিয়েছেন, হেল্পলাইন নম্বরটি রাজ্য সরকারের। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড নম্বর জারি করেছে। আমরা তাদের সঙ্গে কাজ করব।

উদ্ধারের পর লোকজনকে কোথায় নিয়ে যাওয়া হবে- জবাবে তিনি বলেন, অনেক ক্যাম্প আছে, উদ্ধারের পর সেখানে লোকজন নিয়ে যাওয়া হবে। আধাসামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন। রয়েছে হেলিপ্যাডও। সেখান থেকে আহতদের পাঠানো হবে। খারাপ আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরের পুলিশ আহতদের নিরাপদে ভ্রমণ করতে সেখানে রয়েছে। বিএসএফ, সিআরপির মেডিকেল টিমও সেখানে উপস্থিত রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement