ভারত সরকার নকশালবাদ নির্মূলের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একবার ঘোষণা করেছেন যে, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ সম্পূর্ণ নকশালমুক্ত হবে।
২০ মার্চ, ছত্তীসগড়ের বিজাপুর ও কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ২২ জন নকশাল নিহত হয়েছেন। অমিত শাহ এই সাফল্যকে 'নকশাল মুক্ত ভারত অভিযান'-এর একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন এবং আত্মসমর্পণ না করা নকশালদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেছেন।
এরআগে, রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যক্রম নিয়ে আলোচনার জবাবে অমিত শাহ জানান যে, নরেন্দ্র মোদী সরকারের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি রয়েছে এবং ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ সম্পূর্ণরূপে নির্মূল হবে।
সরকারের এই কঠোর অবস্থানের ফলে নকশাল প্রভাবিত এলাকাগুলোতে শান্তি ও উন্নয়ন ফিরে আসছে। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে মাওবাদী বাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ড কমে গেছে। সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছরে আরও অনেক মাওবাদী গ্রুপ আত্মসমর্পণ করবে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা মূল স্রোতে ফিরে আসবে।