Advertisement

Amit Shah Manipur Visit : কী অবস্থা মণিপুরে-কেন জ্বলছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শাহ

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পরিস্থিতির পর্যালোচনা করতে এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে অমিত শাহ আজ দফায় দফায় বৈঠক করতে পারেন বলেই মনে করা হচ্ছে।

মণিপুরে অমিত শাহ
Aajtak Bangla
  • মণিপুর,
  • 30 May 2023,
  • अपडेटेड 10:06 AM IST
  • মণিপুর সফরে অমিত শাহ
  • দফায় দফায় বৈঠক
  • খতিয়ে দেখছেন পরিস্থিতি

চলমান হিংসার প্রেক্ষিতে (Manipur Violence) মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের ক্রমবর্ধমান হিংসা পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার চার দিনের সফরে মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর এটিই উত্তর পূর্বের এই রাজ্যে শাহের প্রথম সফর। ইম্ফলে মণিপুরের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং বড়িষ্ঠ নেতা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শাহ (Amit Shah)। 

আজও বৈঠকের সম্ভাবনা

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পরিস্থিতির পর্যালোচনা করতে এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে অমিত শাহ আজ দফায় দফায় বৈঠক করতে পারেন বলেই মনে করা হচ্ছে। এরপর বুধবার, তিনি রাজ্য জুড়ে চলমান হিংসা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলি ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করবেন। বৃহস্পতিবার সকালে তাঁর ইম্ফল থেকে ফেরার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। 

শান্তি রক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর

এদিকে বর্ধিত হিংসার প্রেক্ষিতে, জনগণকে রাজ্যে শান্তি বজায় রাখা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইম্ফলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, মণিপুরে ৩৮টি এলাকা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে এবং যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেই সব অঞ্চলে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করা হয়েছে। এছাড়া ইন্টারনেট পরিষেবার ওপর ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর সরকার।

বহু মানুষের মৃত্যু

প্রসঙ্গত, গত ৩ মে তফসিলি উপজাতি (ST) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে 'উপজাতি সংহতি মার্চ' সংগঠিত হওয়ার পরে প্রথম হিংসা শুরু হয়েছিল। জাতিগত সংঘর্ষে এখনও পর্যন্ত ৭৫ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। ঘটনার জেরে লাগাতার অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য।

Advertisement

আরও পড়ুন - জম্মু-শ্রীনগর হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত ১০


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement