Advertisement

'PM-CM নির্বাচন করবে না', অনুপ্রবেশকারী তাড়াতে 3D নীতি অমিত শাহের

নির্বাচনী সংস্কার নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহ এ দিন বলেন,'একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে আমরা আলোচনা চাই না! বিজেপি এবং এনডিএ, কখনও বিতর্ক থেকে পিছপা হয়নি। সংসদ হল সবচেয়ে বড় আলোচনার জায়গা'।

অমিত শাহ।অমিত শাহ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 10:49 PM IST

ডিটেক্ট। ডিলিট। ডিপোর্ট। লোকসভাতেও অনুপ্রবেশকারী প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে বিরোধীদের আক্রমণ শানালেন। শাহ বললেন,'দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত অনুপ্রবেশকারীরা নেবে না।' তারপরই সরকারের '3D' নীতির কথা উল্লেখ করে মনে করিয়ে দেন,'এক একজন অনুপ্রবেশকারীকে সনাক্ত করব। তারপর ডিলিট এবং ডিপোর্ট'।
 
নির্বাচনী সংস্কার নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহ এ দিন বলেন,'একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে আমরা আলোচনা চাই না! বিজেপি এবং এনডিএ, কখনও বিতর্ক থেকে পিছপা হয়নি। সংসদ হল সবচেয়ে বড় আলোচনার জায়গা'। কেন সরকার নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক চায়নি, তাও বুঝিয়ে দেন শাহ। তাঁর ব্যাখ্যা, এটা নির্বাচন কমিশনের এক্তিয়ার। বিতর্কের উত্তর কে দেবে। 

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা বলে মনে করিয়ে দেন শাহ। বলেন,'ভোট করায় নির্বাচন কমিশন। যখন নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, তখন আমাদের অস্তিত্বও ছিল না। ৩২৪ ধারা নির্বাচন কমিশনারকে বিশেষ ক্ষমতা দিয়েছে। ৩২৬ ধারা ভোটারের বৈধতা ঠিক করে। মণীশ তিওয়ারি বলছিলেন যে নির্বাচন কমিশনের SIR করার ক্ষমতা নেই। ওঁকে বলতে চাই, এই ক্ষমতা ৩২৭ ধারায় এই ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের'।

বাংলায় অনুপ্রবেশের জন্য অমিত শাহের মন্ত্রককে দায়ী করে তৃণমূল সরকার। তাদের প্রশ্ন, কীভাবে সীমান্ত পেরিয়ে ঢুকছে বাংলাদেশিরা? এ দিন তার জবাব দিলেন শাহ। বললেন,'বাংলাদেশের সঙ্গে ভারতের ২২১৬ কিলোমিটার এলাকা সীমান্ত। ১৬৫৩ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। বাকি খালি ৫৬৩ কিলোমিটার। এই পুরোটাই বাংলায়। শুধুমাত্র বাংলার সীমান্তেই বেড়া সম্ভব হয়নি। অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইলে বাংলায় বিজেপির জয় নিশ্চিত'। 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement