অপারেশন মহাদেবে বড় সাফল্য পেয়েছে ভারত। পহেলগাঁওয়ে হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই এই অভিযানে নিকেশ করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কী বলেছেন শাহ
এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'বৈসরন উপত্যকায় পরিবারের সামনে ধর্মীয় পরিচয় জেনে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে...সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে হামলায় যুক্ত ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।' শাহ আরও জানিয়েছেন, পহেলগাঁও হামলায় যুক্ত তিন জঙ্গি সুলেমান, আফগান ও জিবরানকে খতম করা হয়েছে। সোমবার যৌথ অভিযানে ওই জঙ্গিদের নিকেশ করা হয়। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব।
অন্য দিকে, অপারেশন মহাদেবে ৩ জঙ্গির মৃত্যুর ঘটনায় পাকিস্তান ক্ষুব্ধ। নিহত জঙ্গিদের 'নিরপরাধ' বলে অভিহিত করেছে ইসলামাবাদ। জানা গিয়েছে, লস্কর-এ-তৈবার জঙ্গি সুলেমান পাক সেনাবাহিনীর এলিট ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপের একজন প্রাক্তন কমান্ডো। সুলেমান ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতে অনুপ্রবেশ করে দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল। এই অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে, পাকিস্তানিদের আটক করে এনকাউন্টারে হত্যা করা হচ্ছে এবং তাদের জঙ্গি বলে অভিহিত করা হচ্ছে। পাক সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে পাকিস্তানি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, 'অপারেশন মহাদেবের নামে ভারত ভুয়ো এনকাউন্টার করছে।' তারা আরও দাবি করেছে যে, নিরীহ পাকিস্তানিদের বলপূর্বক আটক করে তাদের জঙ্গি বলে অভিহিত করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত। জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, পাকিস্তানের কার্যকলাপের উপর সর্বদা নজর রাখা হবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পাশাপাশি, মোদী এ-ও জানিয়েছেন, পাকিস্তান আলোচনার টেবিলে এলে পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই কথা বলতে হবে।