নিজের রিটায়ারমেন্ট প্ল্যান সকলের সঙ্গে ভাগ করে নিলেন অমিত শাহ। রাজনীতি থেকে অবসরের পর কীভাবে সময় কাটাবেন, সে নিয়েই নিজের ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক অনুষ্ঠানে নিজের অবসরের পরিকল্পনার কথা বলেছেন শাহ। মধ্যপ্রদেশ, গুজরাট রাজস্থানের সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে বৈঠক করেন শাহ। ‘সহকার সংবাদ’ নামে ওই বৈঠকে মহিলাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
শাহের অবসর পরিকল্পনা কী?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অবসর নেওয়ার পর বেদ ও উপনিষদ নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন তিনি। পাশাপাশি মন দেবেন জৈব চাষে। তার কথায়, 'অবসরের পর পরিকল্পনা করে নিয়েছি। আমার বাকি জীবনটা বেদ, উপনিষদকে উৎসর্গ করব। জৈব চাষ করব।'
মন্ত্রিত্ব নিয়েও মুখ খুলেছেন শাহ। বলেছেন, 'যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, সকলে আমায় বলেছিলেন যে, খুব গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে। কিন্তু যখন সমবায় মন্ত্রক দেওয়া হল, তখন মনে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের থেকেও বড় মন্ত্রক পেয়েছি।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'আমি সারা দেশে যেখানেই যাই, দেখি কীভাবে ছোট পরিবারের মহিলারা তাঁদের সন্তানদের শিক্ষিত করেছেন এবং তাঁদের জীবনে পরিবর্তন এনেছেন।' তাঁর সংযোজন, 'আজ, যেখানেই সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে, লোকেরা ১ কোটি টাকা পর্যন্ত আয় করছে, এই সবই সম্ভব হয়েছে কেবল ত্রিভুবন কাকার দূরদর্শী ধারণার কারণে।' ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শাহ।
প্রসঙ্গত, রাজনীতির আঙিনায় বিজেপির চাণক্য হিসেবেই পরিচিত শাহ। মোদী সরকারের সাফল্যে শাহের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনীতির কারবারিদের একাংশের। অতীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার তাঁর গলায় অবসরের পরিকল্পনা আলাদা গুরুত্ব পেয়েছে।